আশা-আশঙ্কার দোলাচল নিয়েই শনিবার শুরু হয়েছে দেশে কোভিড টিকাদানের কর্মসূচি। শনিবারের পর রবিবারও দেশের বিভিন্ন প্রান্তে টিকা দেওয়া হয়েছে। তার মধ্যে প্রায় সাড়ে চারশো মানুষের পার্শ্বপ্রতিক্রিয়া হয়েছে বলে জানিয়েছে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক। তবে তাঁদের কারও অবস্থাই গুরুতর নয়। অন্য দিকে দিল্লিতে টিকা নিয়ে এক জন সামান্য গুরুতর অবস্থায় হাসপাতালে ভর্তি হয়েছে।
সন্ধ্যার দিকে সাংবাদিক বৈঠকে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক জানিয়েছে, রবিবারও দেশের ৫৫৩টি কেন্দ্রে করোনার টিকা দেওয়া হয়েছে মোট ১৭ হাজারেরও প্রথম সারির কোভিড যোদ্ধাকে। এই নিয়ে দেশে টিকার ডোজ পেলেন প্রায় ২ লক্ষ ২৪ হাজার মানুষ। অন্ধ্রপ্রদেশ, অরূণাচল প্রদেশ, কর্ণাটক, কেরল, মণিপুর এবং তামিলনাড়ুতে শনিবার টিকার ডোজ দেওয়া হয়েছে।
তবে দু’দিনে এখনও পর্যন্ত মোট ৪৪৭ জনের পার্শ্বপ্রতিক্রিার রিপোর্ট সরকারি ভাবে নথিবদ্ধ হয়েছে বলে জানিয়েছে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক। তার মধ্যে ৫১ জনের পার্শ্বপ্রতিক্রিয়া হয়েছে দিল্লিতে। তবে দিল্লির স্বাস্থ্যমন্ত্রী জানিয়েছেন, হাসপাতালের নিরাপত্তারক্ষী বছর বাইশের এক যুবককে সামান্য গুরুতর অবস্থায় হাসপাতালের ইনটেনসিভ কেয়ার ইউনিটে ভর্তি করা হয়েছে।