গুজরাতের আবাসিক স্কুলে অসুস্থ পড়ল ৬০ পড়ুয়া। তাদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করানো হয়েছে। অসুস্থ পড়ুয়াদের মধ্যে ১২ জনের শারীরিক অবস্থা বেশি খারাপ হওয়ায় অন্য হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। ঘটনাটি দহোড় জেলার মন্দোর লুখাড়িয়া গ্রামের।
প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পেরেছে, খাবার খাওয়ার পরই পড়ুয়ারা অসুস্থ বোধ করতে থাকে। কারও পেটে ব্যথা শুরু হয়, কারও বমি, কেউ আবার অচৈতন্য হয়ে পড়ে। একের পর এক পড়ুয়ার এই ধরনের উপসর্গ দেখা দেওয়ায় স্কুলে আতঙ্ক ছড়ায়। তড়িঘড়ি অসুস্থ পড়ুয়াদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করানো হয়।
খবর পেয়েই জেলা প্রশাসনের আধিকারিকেরা স্কুলে যান। জেলা শিক্ষা দফতরের আধিকারিকেরাও আসেন। পুলিশ সূত্রে খবর, প্রাথমিক ভাবে মনে করা হচ্ছে, খাবারের বিষক্রিয়ার কারণেই এই ঘটনা। স্কুলে পড়ুয়াদের যে খাবার পরিবেশন করা হয়েছিল, তার নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হয়েছে।
হাসপাতাল সূত্রে জানানো হয়, পড়ুয়াদের অবস্থা স্থিতিশীল। তবে ১২ জনকে অন্য হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। গত ১৮ জুন গুজরাতেরই আরও একটি স্কুলে ২৫ জন পড়ুয়া অসুস্থ হয়ে পড়েছিল। সেই ঘটনার নেপথ্যেও ছিল খাবারে বিষক্রিয়া।