Advertisement
০৬ মে ২০২৪
Python

গ্রামে হানা দিয়ে আস্ত ছাগল গিলে খেল ইয়া বড় অজগর! ভয়ে কাঁটা গ্রামবাসীরা

গত চার-পাঁচ দিন ধরে কারওয়াই গ্রামে অজগরের ভয়ে ত্রস্ত বাসিন্দারা। ওই গ্রামে প্রায় ৪০০ পরিবারের বাস রয়েছে। ছাগল ও মুরগি প্রায় রোজই উধাও হয়ে যাচ্ছে বলে জানিয়েছেন গ্রামবাসীরা।

উদ্ধার করা হয়েছে অজগরটিকে।

উদ্ধার করা হয়েছে অজগরটিকে। ফাইল চিত্র।

সংবাদ সংস্থা
রাঁচী শেষ আপডেট: ১৯ সেপ্টেম্বর ২০২২ ১৩:৪৭
Share: Save:

আস্ত একটা ছাগল গিলে খেয়েছে অজগর। তার পর থেকেই আট ফুট লম্বা ওই অজগরের আতঙ্কে কাঁটা গোটা গ্রাম। রীতিমতো রাতের ঘুম উড়েছে ঝাড়খণ্ডের পালামউ ব্যাঘ্র সংরক্ষণ কেন্দ্র লাগোয়া গ্রামের।

সংবাদ সংস্থা সূত্রে খবর, গত চার-পাঁচ দিন ধরে কারওয়াই গ্রামে অজগরের ভয়ে ত্রস্ত বাসিন্দারা। ওই গ্রামে প্রায় ৪০০ পরিবারের বাস রয়েছে। ছাগল ও মুরগি প্রায় রোজ দিনই উধাও হয়ে যাচ্ছে বলে জানিয়েছেন গ্রামবাসীরা। অজগরের আতঙ্ক ছড়ানোর কথা রবিবার জানিয়েছেন বন দফতরের এক আধিকারিক।

ঝাড়খণ্ডের পালামউ ব্যাঘ্র সংরক্ষণ কেন্দ্রের এক আধিকারিক নির্ভয় সিংহ সংবাদ সংস্থা পিটিআই-কে বলেছেন, ‘‘শনিবার গ্রামের বাসিন্দা মানেশ্বর ওরাঁওয়ের বাড়ির প্রায় কাছে চলে এসেছিল সাপটি। তাঁর ছাগল খেয়েছে অজগর। গ্রামবাসীরাই তার পর বন দফতরে খবর দেন। গ্রামে চার সদস্যের বন দফতরের দল পাঠানো হয়েছে।’’

যদিও গ্রামবাসী ও বন দফতরের যৌথ উদ্যোগে অজগরটিকে শেষ পর্যন্ত উদ্ধার করা হয়েছে। পরে তাকে কোয়েল নদী তীরবর্তী ঘন জঙ্গলে ছেড়ে দেওয়া হয়।

মানেশ্বর ওরাঁও নামে গ্রামের ওই বাসিন্দা জানিয়েছেন, তাঁর ছাগলটি বাড়ি সংলগ্ন ভুট্টা ক্ষেতে ছিল। সেখানেই অজগরটি ছাগলটিকে খেয়ে ফেলে। তাঁর কথায়, ‘‘সাপটি রাতেই আসত, তাই ভয়ে থাকতাম। কারণ বাচ্চাদের জন্য সেটি বিপজ্জনক হতে পারে।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Python national news
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE