Advertisement
০৫ মে ২০২৪
Car Accident

দিল্লিতে নিয়ন্ত্রণ হারিয়ে ৮ জনকে পিষে দিল গাড়ি, ঘটনাস্থলে মৃত্যু ২ জনের

ভারতীয় দণ্ডবিধির ৩০৪এ ধারায় একটি মামলা রুজু করেছে পুলিশ। এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে চালককে চিহ্নিত করার চেষ্টা চলছে বলে বসন্ত বিহার থানার এক পুলিশ আধিকারিক জানিয়েছেন।

Car Accident in Delhi

রাস্তার পাশে পার্ক করা এই গাড়িটিতেও ধাক্কা মারেন অভিযুক্ত গাড়িচালক। ছবি: সংগৃহীত।

সংবাদ সংস্থা
নয়াদিল্লি শেষ আপডেট: ০৯ মার্চ ২০২৩ ১১:০১
Share: Save:

রাস্তার ধারে দাঁড়িয়ে থাকা ৮ জনকে পিষে দিল একটি গাড়ি। ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে ২ জনের। বুধবার রাতে ঘটনাটি ঘটেছে দিল্লির মালাই মন্দির এলাকায়।

পুলিশ সূত্রে খবর, এই দুর্ঘটনায় যাঁদের মৃত্যু হয়েছে তাঁদের শনাক্ত করা হয়েছে। মৃতেরা হলেন, মুন্না এবং সমীর। প্রাথমিক তদন্ত করে এবং প্রত্যক্ষদর্শীদের কাছ থেকে পুলিশ জানতে পেরেছে যে, রাস্তার ধারে দাঁড়িয়েছিলেন ওই আট জন। সেই দলে একটি শিশুও ছিল। আচমকাই একটি গাড়ি দ্রুতগতিতে ছুটে এসে আট জনকেই এক এক ধাক্কা মারতে মারতে এগিয়ে যায়। তার পর রাস্তার পাশে পার্ক করা আরও দু’টি গাড়িতে ধাক্কা মারে। দু’টি দোকানেও ধাক্কা মারে গাড়িটি।

প্রাথমিক ভাবে পুলিশ মনে করছে, গাড়িটি গতি অত্যধিক থাকায় চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছিলেন। তার জেরেই এই দুর্ঘটনা। আট জনের মধ্যে দু’জন ঘটনাস্থলে মারা গেলেও বাকি ৬ জন গুরুতর জখম হয়েছে। তাঁদের উদ্ধার করে এমসে ভর্তি করানো হয়েছে। পুলিশ জানিয়েছে, মৃত এবং আহতরা সকলেই বসন্ত বিহার এলাকার শিব ক্যাম্পের বাসিন্দা।

ভারতীয় দণ্ডবিধির ৩০৪এ ধারায় একটি মামলা রুজু করেছে পুলিশ। এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে চালককে চিহ্নিত করার চেষ্টা চলছে বলে বসন্ত বিহার থানার এক পুলিশ আধিকারিক জানিয়েছেন।

প্রাথমিক ভাবে পুলিশ মনে করছে, গাড়িটি গতি অত্যধিক থাকায় চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছিলেন। তার জেরেই এই দুর্ঘটনা। আট জনের মধ্যে দু’জন ঘটনাস্থলে মারা গেলেও বাকি ৬ জন গুরুতর জখম হয়েছে। তাঁদের উদ্ধার করে এমসে ভর্তি করানো হয়েছে। পুলিশ জানিয়েছে, মৃত এবং আহতরা বসন্ত বিহার এলাকার শিব ক্যাম্পের বাসিন্দা।

ভারতীয় দণ্ডবিধির ৩০৪এ ধারায় একটি মামলা রুজু করেছে পুলিশ। এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে চালককে চিহ্নিত করার চেষ্টা চলছে বলে বসন্ত বিহার থানার এক পুলিশ আধিকারিক জানিয়েছেন।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Car Accident Delhi
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE