Advertisement
২৫ এপ্রিল ২০২৪
explosives

Explosives: খাদানের কাছে ৪০টি বাক্সে ৮০০০ জিলেটিন স্টিক উদ্ধার কেরলে!

এই বিপুল পরিমাণ জিলেটিন স্টিক কারা রেখেছে বা কোথাও নিয়ে যাওয়ার পরিকল্পনা ছিল কি না, তা খতিয়ে দেখছে পুলিশ।

উদ্ধার হওয়া জিলেটিন স্টিক।

উদ্ধার হওয়া জিলেটিন স্টিক।

সংবাদ সংস্থা
তিরুঅনন্তপুরম শেষ আপডেট: ০৪ অগস্ট ২০২২ ১৮:২৯
Share: Save:

কেরলের পলক্কড় জেলায় তল্লাশি চালিয়ে ৮০০০ হাজার জিলেটিন স্টিক উদ্ধার করল পুলিশ। একটি পরিত্যক্ত খাদানের কাছে ৪০টি বাক্সের মধ্যে রাখা ছিল জিলেটিন স্টিকগুলি।

পুলিশ সূত্রে খবর, স্থানীয় বাসিন্দারা প্রথমে বাক্সগুলি দেখেন। তাঁরাই পুলিশে খবর দেন। এই বিপুল পরিমাণ জিলেটিন স্টিক কারা রেখেছে বা কোথাও নিয়ে যাওয়ার পরিকল্পনা ছিল কি না, তা খতিয়ে দেখছে পুলিশ।

এই বিপুল পরিমাণ জিলেটিন স্টিক উদ্ধার হওয়ায় পুলিশ প্রশাসনের চিন্তা বেড়েছে। আর কয়েক দিন বাদেই স্বাধীনতা দিবস। তার আগে বিপুল পরিমাণ জিলেটিন স্টিক উদ্ধার হওয়ায় তৎপরতা বেড়েছে পুলিশ প্রশাসনের।

স্থানীয় এক বাসিন্দার কথায়, “খাদানের কাছে পরিত্যক্ত অবস্থায় বাক্সগুলি দেখতে পাই। বাক্সের কথা চাউর হতেই এলাকায় আতঙ্ক ছড়ায়। সঙ্গে সঙ্গে পুলিশকে খবর দেওয়া হয়। বাক্সের ভিতরে যে বিপুল পরিমাণ বিস্ফোরক রয়েছে তা কল্পনাও করতে পারেনি কেউ।”

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

explosives kerala Gelatin Stick
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE