Advertisement
E-Paper

‘সালোম’, মুম্বইয়ে খুশি মোশে

ক্যামেরা তাক করা সাংবাদিক জমায়েতের উদ্দেশে এর পরে ভাঙা হিন্দিতে বলল, ‘‘বহুত খুশি।’’ অবশ্যই রপ্ত করে এসেছে।

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ১৭ জানুয়ারি ২০১৮ ০৩:০৭
প্রত্যাবর্তন: কোলাবার তাজ হোটেলে মোশে। ছবি:পিটিআই

প্রত্যাবর্তন: কোলাবার তাজ হোটেলে মোশে। ছবি:পিটিআই

তাজ হোটেলের সামনে গাড়ি থেকে নেমে প্রথম শব্দটি সে বলল মাতৃভাষা হিব্রুতে, ‘‘সালোম।’’ মানে, শান্তি!

উপস্থিত সকলের কাছে বড় অর্থময় হয়ে উঠল শব্দটি। এই শহরেই ভিন্‌দেশি সন্ত্রাস কেড়ে নিয়েছিল তার বাবা-মাকে। আরও ১৬২ জনকে। তখন মাত্র দু’বছর বয়স তার। বুকে আগলে ন্যানি সান্দ্রা স্যামুয়েল পাগলের মতো ছুটে প্রাণ বাঁচিয়েছিল তার। ন’বছর পরে সেই শহরে ফিরে ‘শান্তি’ই তার বার্তা!

ক্যামেরা তাক করা সাংবাদিক জমায়েতের উদ্দেশে এর পরে ভাঙা হিন্দিতে বলল, ‘‘বহুত খুশি।’’ অবশ্যই রপ্ত করে এসেছে। কিন্তু চশমার আড়ালে কৌতূহলী এক জোড়া চোখ, মুখের সরল লাজুক হাসি বলে দিচ্ছিল, আজ সত্যিই খুব খুশি ১১ বছরের মোশে হোলৎসবার্গ। হবে না-ই বা কেন। জন্মভূমিতে তার জন্য এত ভালবাসা জমে আছে, না এলে যে বুঝতেই পারত না।

ভেবেছিল আসবে ১৩ বছর হলে। হিন্দুদের যেমন উপনয়ন, ইহুদিদের তেমন ‘বার-মিৎসবা’ হয় ওই বয়সে। কিন্তু ফেরাটা এগিয়ে দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ইজরায়েল সফরের ফাঁকে নিজে গিয়ে নিমন্ত্রণ করে এসেছিলেন। সেই ডাকে দু’বছর আগেই মোশে এল ভারতে। সঙ্গে এসেছেন সান্দ্রাও। এখন আর অবশ্য ন্যানি হিসেবে মোশের কাছে থাকেন না। ইজরায়েল সাম্মানিক নাগরিকত্ব দিয়েছে তাঁকে।

নরিম্যান হাউসে ইজরায়েলের কূটনৈতিক প্রতিনিধি হিসেবে কাজ করতেন মোশের বাবা-মা রাব্বি গাব্রিয়েল ও রিভকা হোলৎসবার্গ। মোশে যাবে সেখানে। অধীর অপেক্ষায় নরিম্যান হাউসের ডিরেক্টর ইজরায়েল কোজলভস্কি। বললেন, “মোশের সঙ্গে দেখা হবে ভেবে খুবই উত্তেজিত আমরাও। এখন আর ছোটটি নেই। তবে আমাদের কাছে মোশে সব সময়েই শিশু থেকে যাবে।” বৃহস্পতিবার সেখানে একটি স্মৃতিসৌধের উদ্বোধন করবেন ইজরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। ওই ভবনের উপরের দু’টি তলা ও বারান্দাটি উৎসর্গ করা হয়েছে মুম্বই হামলায় নিহতদের জন্য। মোশে যে এখানে আসার জন্য কতটা অধীর, সেটা আগেই জানান দাদু সাইমন রোজেনবার্গ। মোশে গিয়ে দাঁড়াবে তার বাবা-মায়ের স্মরণে বেছে নেওয়া নির্দিষ্ট অংশে। তৈরি হবে মরমি কিছু মুহূর্ত। ছেলে-বৌমার স্মৃতি জড়ানো শহরে এসে মোশের দাদু সাইমন রোজেনবার্গও আবেগ তাড়িত। বললেন, নরিম্যান হাউসে যাব। প্রার্থনা করব। শুভেচ্ছা জানাব সকলকে। এ দেশে এলে খুব ভাল লাগে।’’ আর মোশে আজ সকালেই মুম্বই পৌঁছে জানিয়েছে, খুব খুশি সে।

Moshe Holtzberg Mumbai Attack Victim Israel Mumbai Israeli boy মোশে হোলৎসবার্গ
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy