রেললাইনে গাড়ি ফেলে রেখেই মদ্যপানে ব্যস্ত হয়ে পড়েছিলেন অটোচালক। দূর থেকে গাড়িটি দেখতে পেয়েই তড়িঘড়ি ব্রেক কষতে হল বন্দে ভারতের চালককে। অল্পের জন্য বড়সড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেলেন কয়েকশো যাত্রী। মঙ্গলবার রাতে কেরলের তিরুঅনন্তপুরমে ঘটনাটি ঘটেছে। রাতেই অভিযুক্ত অটোচালককে আটক করেছে আরপিএফ।
মঙ্গলবার রাত ১০টা নাগাদ তিরুঅনন্তপুরম জেলার ভারকালা-কাদাক্কাভুর বিভাগের আকাথুমুরি হল্ট স্টেশনের কাছে ঘটনাটি ঘটে। সে সময় কাসারগোড় থেকে তিরুঅনন্তপুরমের দিকে যাচ্ছিল একটি দ্রুতগতির বন্দে ভারত এক্সপ্রেস। রাত ১০টা ১০ মিনিট নাগাদ আকাথুমুরি স্টেশনের কাছাকাছি এসে লোকো পাইলট লক্ষ করেন, ডাউন লাইনের উপর দাঁড়িয়ে রয়েছে একটি অটো। দূর থেকে তা দেখতে পেয়েই তড়িঘড়ি ব্রেক কষেন চালক। অটোর ঠিক সামনে এসে থেমে যায় ট্রেনটি। চালকের তৎপরতায় অল্পের জন্য বড়সড় দুর্ঘটনার হাত থেকে বাঁচেন যাত্রীরা।
আরও পড়ুন:
ঘটনার খবর পেয়েই ছুটে আসেন রেলের কর্তারা। আরপিএফ এবং ইঞ্জিনিয়ারদের পাশাপাশি ঘটনাস্থলে পৌঁছোয় স্থানীয় পুলিশও। অটোটিতে কোনও চালক বা যাত্রী ছিলেন না। পরে খোঁজ মেলে চালকের। অভিযুক্ত চালকের নাম সুধী। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, অটো নিয়ে রেললাইন পেরোতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে প্ল্যাটফর্মে ধাক্কা মারেন চালক। তার জেরে অটোটি রেললাইনের উপর উল্টে যায়। কী করবেন বুঝতে না পেরে গাড়ি রেললাইনে ফেলেই চম্পট দেন তিনি। জানা গিয়েছে, সে সময় ওই চালক মত্ত অবস্থায় ছিলেন। রেললাইনে অটো উল্টে যাওয়ায় সেটিকে সেখানেই ফেলে ফের মদ্যপানে ব্যস্ত হয়ে পড়েন তিনি! অভিযুক্ত চালককে আটক করা হয়েছে।
রাত ১১টা ১৫ মিনিট নাগাদ ফের যাত্রা শুরু করে বন্দে ভারত। রাত ১১টা ৫০ মিনিটে তিরুঅনন্তপুরমে পৌঁছোয় ট্রেনটি। ট্রেনে থাকা সমস্ত যাত্রী ও রেলকর্মী অক্ষতই রয়েছেন বলে রেল সূত্রে খবর।