বছর বারোর নিখোঁজ এক কিশোরীর দেহ উদ্ধার হল একটি গর্ত থেকে। হাথরস-কাণ্ডে নির্যাতিতার বাবাকে গুলি করে খুনের ঘটনার পরের দিনই ফের চাঞ্চল্য উত্তরপ্রদেশের পশ্চিমে বুলন্দশহরে। ওই কিশোরীকে যৌন নির্যাতন করা হয়েছে বলেও অভিযোগ উঠেছে।
হাথরস-কাণ্ডে গৌরব শর্মা নামের এক অভিযুক্ত সম্প্রতি জামিন পেয়েছিলেন। সোমবার তিনি হাতরস-কাণ্ডের নির্যাতিতার বাবাকে গুলি করে খুন করেন বলে অভিযোগ। এই ঘটনার প্রায় ২৪ ঘণ্টার মধ্যে যোগী আদিত্যনাথ যখন পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনে বিজেপি-র হয়ে প্রচার করছেন, নারী সুরক্ষা নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারকে আক্রমণ করছেন, তখন তাঁর রাজ্যের বুলন্দশহরের উদ্ধার হয়েছে গত কয়েক দিন নিখোঁজ থাকা এক কিশোরীর দেহ।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গিয়েছে, ২৫ ফেব্রুয়ারি ওই কিশোরী নিঁখোজ হয়। মঙ্গলবার তার দেহ একটি বাড়ির পাশে গর্ত থেকে উদ্ধার করে পুলিশ। নিখোঁজ হওয়ার দিন ওই বাড়িটি থেকে প্রায় ১০০ মিটার দূরে জমিতে কাজ করছিল ওই কিশোরী তার ২ বোন এবং তাদের মা।