দুধস্নান করে বিবাহবিচ্ছেদ উদ্যাপন করলেন যুবক! সেই ঘটনার ভিডিয়ো ইতিমধ্যেই সমাজমাধ্যমে ‘ভাইরাল’ হয়ে গিয়েছে। অসমের বাসিন্দা ওই যুবকের নাম মানিক আলি। স্ত্রীর সঙ্গে আইনি বিচ্ছেদের পরেই বাড়ি ফিরে দুধে স্নান করেছেন তিনি।
ঘটনার ভিডিয়োতে (ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম) দেখা যাচ্ছে, মানিক নিজের বাড়ির বাইরে হাতে দুধের বালতি নিয়ে দাঁড়িয়ে রয়েছেন। পাশেই আরও তিন বালতি দুধ রয়েছে। এর পর একে একে চার বালতি দুধ নিজের মাথায় ঢালতে দেখা গিয়েছে তাঁকে। মানিকের কথায়, স্ত্রীর সঙ্গে বিবাহবিচ্ছেদ এভাবেই উদ্যাপন করেছেন তিনি! নিজেই গোটা মুহূর্ত রেকর্ডও করেছেন ওই যুবক। ভিডিয়োয় তাঁকে বলতে শোনা গিয়েছে, ‘‘অবশেষে, আজ থেকে আমি মুক্ত!’’ ভিডিয়োটি পোস্ট করার পরেই তা দ্রুত সমাজমাধ্যমে ছড়িয়ে পড়েছে। মানিকের এই অভিনব পদক্ষেপ দেখে বহু মানুষ মিশ্র প্রতিক্রিয়া জানিয়েছেন।
আরও পড়ুন:
তাতে অবশ্য সদ্য বিবাহবিচ্ছিন্ন যুবকের হেলদোল নেই। তিনি বলছেন, ‘‘আমার স্ত্রী বার বারই তার প্রেমিকের সঙ্গে পালিয়ে যেত। এত দিন পরিবারে শান্তি বজায় রাখার জন্য চুপ করে ছিলাম। আর নয়!’’ অসমের নলবাড়ি জেলার বাসিন্দা ওই যুবকের প্রতিবেশীরাও জানাচ্ছেন, দম্পতির আইনত বিচ্ছেদের আগে মানিকের স্ত্রী অন্তত দু’বার পালিয়ে গিয়েছিলেন। এই নিয়ে পরিবারে প্রায়ই অশান্তি লেগেই থাকত। তাই দীর্ঘপ্রতীক্ষিত ‘মুক্তি’ এ রকম অপ্রচলিত উপায়েই উদ্যাপন করার সিদ্ধান্ত নিয়েছেন তিনি।