স্ত্রীকে খুন করে ধারালো অস্ত্র দিয়ে টুকরো টুকরো করে কাটার অভিযোগ উঠল স্বামীর বিরুদ্ধে। সব দেহাংশ লোপাটের আগেই ধরা পড়ে যান অভিযুক্ত। বাড়ি থেকে মহিলার টুকরো করা দেহ উদ্ধার করেছে পুলিশ।
ঘটনাটি ঘটেছে হায়দরাবাদের মেডিপ্যালি এলাকায়। পুলিশ সূত্রে খবর, ওই এলাকার একটি বাড়িতে মাসখানেক আগে ভাড়া আসেন এক দম্পতি। পরিবারে স্বামী-স্ত্রী ছাড়া, আর কেউ ছিলেন না। তবে আশপাশে আত্মীয়েরা থাকেন। এক আত্মীয়ের থেকেই খুনের খবর পায় পুলিশ।
আরও পড়ুন:
রবিবার পুলিশ জানিয়েছে, অভিযুক্ত ভিকারাবাদ জেলার বাসিন্দা। তবে স্ত্রীকে নিয়ে থাকতেন মেডিপ্যালি এলাকায়। ওই বাড়ি থেকে পুলিশ বেশ কয়েকটি দেহাংশ পেয়েছে। দেহের বাকি অংশ মুসি নদীতে ফেলে দেওয়া হয়েছে। বিষয়টি জানাজানি হয় অভিযুক্তের আত্মীয়ের অভিযোগ প্রকাশ্যে আসার পরই। জানা যায়, শনিবার রাতে ওই আত্মীয়ের কাছে স্ত্রীকে খুন করে দেহ টুকরো করার কথা জানান অভিযুক্ত। পুলিশ অভিযুক্তকে গ্রেফতার করে তদন্ত শুরু করেছে। কেন স্ত্রীকে খুন করলেন তিনি, তা এখনও স্পষ্ট নয়। পুলিশ সেই কারণ খোঁজার চেষ্টা করছে।