Advertisement
E-Paper

রাজধানীতে ছবি বিতর্ক! মুখ্যমন্ত্রীর ঘর থেকে কি সত্যিই অম্বেডকর ও ভগৎ সিংহের ছবি সরেছে?

বিতর্কের সূত্রপাত দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা বিরোধী দলনেত্রী আতিশী মার্লেনার একটি পোস্টকে কেন্দ্র করে। সোমবার তিনি সমাজমাধ্যমে দু’টি ছবি পোস্ট করেন।

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ২৪ ফেব্রুয়ারি ২০২৫ ১৮:৩৩
AAP and BJP started word war on \\\\\\\'removal\\\\\\\' of Ambedkar and Bhagat Singh’s photo from Delhi Chief Minister\\\\\\\'s office

দিল্লির মুখ্যমন্ত্রীর দফতরে রেখা গুপ্ত। ছবি: পিটিআই।

দিল্লিতে শুরু ছবি-যুদ্ধ! আম আদমি পার্টির (আপ) অভিযোগ, ক্ষমতায় এসে বিজেপি মুখ্যমন্ত্রীর দফতর থেকে সরিয়ে দিয়েছেন ভারতীয় সংবিধানের জনক বিআর অম্বেডকরের ছবি! শুধু তা-ই নয়, তাঁর ছবির পাশে থাকা ভগৎ সিংহের ছবিও সরানোর অভিযোগ তুলেছে আপ। সোমবার রাজধানীর রাজনীতিতে তা নতুন বিতর্কের জন্ম দিয়েছে। যদিও বিজেপি সরাসরি আপের দাবি নস্যাৎ করেছে। তাদের দাবি, মিথ্যা অভিযোগ তুলছে আপ। মুখ্যমন্ত্রীর দফতর থেকে কোনও ছবি সরানো হয়নি।

বিতর্কের সূত্রপাত দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা বিরোধী দলনেত্রী আতিশী মার্লেনার একটি পোস্টকে কেন্দ্র করে। সোমবার তিনি সমাজমাধ্যমে দু’টি ছবি পোস্ট করেন। একটি ছবিতে দেখা যাচ্ছে মুখ্যমন্ত্রী হিসাবে তিনি কাজ করছেন। দ্বিতীয় ছবিটি দিল্লির নতুন মুখ্যমন্ত্রী রেখা গুপ্তের। প্রথম ছবিটি অবশ্য পুরনো। প্রথম ছবিতে আতিশীর পিছনে দু’টি ছবি টাঙানো ছিল। একটিতে অম্বেডকরের ছবি, অন্যটিতে ভগৎ সিংহের। তবে রেখার ছবিতে দেখা যাচ্ছে অম্বেডকর, ভগৎ সিংহের বদলে সেখানে জায়গা করে নিয়েছে মহাত্মা গান্ধী, রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ছবি! আতিশীর অভিযোগ, বিজেপি দলিত এবং শিখ বিরোধী মনোভাব দেখাচ্ছে।

শুধু একা আতিশী নন, ছবি বিতর্কে সরব হন আপের আহ্বায়ক অরবিন্দ কেজরীওয়ালও। তাঁর কথায়, ‘‘দিল্লির নতুন বিজেপি সরকার অম্বেডকরের ছবি সরিয়ে সেখানে প্রধানমন্ত্রীর ছবি লাগিয়েছে। এতে কোটি কোটি অম্বেডকর ভক্তের মনে আঘাত লেগেছে।’’ উল্লেখ্য, আপ দিল্লিতে ক্ষমতায় আসার পরই কেজরীওয়াল সমস্ত সরকারি অফিসে অম্বেডকর এবং ভগৎ সিংহের ছবি টাঙানোর সিদ্ধান্ত নেন। সেই মতো এত দিন মুখ্যমন্ত্রীর দফতরের তাঁর চেয়ারের পিছনে ছিল ওই দু’জনের ছবি। আপের অভিযোগ, ক্ষমতায় এসেই অম্বেডকর এবং ভগৎ সিংহের ছবি সরিয়ে দিয়েছে বিজেপি।

যদিও বিজেপি আপের অভিযোগ উড়িয়ে দিয়েছে। দিল্লি বিজেপির তরফে সমাজমাধ্যমে মুখ্যমন্ত্রীর ঘরের একটি ছবি পোস্ট করে। সেই ছবিতে দেখা যায়, ঘর থেকে অম্বেডকর এবং ভগৎ সিংহের ছবি সরানো হয়নি। তবে জায়গা পাল্টেছে। আগে যেখানে ওই দু’টি ছবি টাঙানো ছিল, সেখানে গান্ধীজি, মোদী এবং রাষ্ট্রপতির ছবি রয়েছে। ঘরের অন্য দেওয়ালে টাঙানো অম্বেডকর এবং ভগৎ সিংহের ছবি।

BJP AAP
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy