রাস্তার পাশে খুঁটিতে ধাক্কা গাড়ির। আহত হলেন আম আদমি পার্টির বিধায়ক-সহ পাঁচ জন। পঞ্জাবের ঘোগরা গ্রামের ঘটনা। পুলিশ জানিয়েছে, শনিবার হোসিয়ারপুর থেকে ৫০ কিলোমিটার দূরে ওই দুর্ঘটনায় আহত হয়েছেন আপ বিধায়ক কর্মবীর সিংহ ঘুমান। হোসিয়ারপুর জেলার দাসুয়ার বিধায়ক কর্মবীর।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, শনিবার সকালে তালওয়ারা শহরে একটি কর্মসূচিতে যোগ দিতে যাচ্ছিলেন ঘুমান। সঙ্গে ছিলেন বিধায়কের ব্যক্তিগত সচিব শুভম, বন্দুকধারী রক্ষী অমৃতদ্বীপ সিংহ, চালক জস্সা সিংহ এবং আর এক ব্যক্তি দলজিৎ সিংহ।
আরও পড়ুন:
দুর্ঘটনার পর তাঁদের দাসুয়ার সরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। হাসপাতালের সিনিয়র মেডিক্যাল অফিসার যশবিন্দর সিংহ জানিয়েছেন, পাঁচ জনের অবস্থাই স্থিতিশীল। চিকিৎসা চলছে। ঘটনার তদন্ত করছে পুলিশ।