ভোটগ্রহণ হয়েছিল বৃহস্পতিবার। শুক্রবার দিল্লি বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ নির্বাচনে ফল ঘোষণা হল । কংগ্রেস প্রভাবিত ছাত্র সংগঠন এনএসইউআই সভাপতি (ন্যাশনাল স্টুডেন্টস ইউনিয়ন অফ ইন্ডিয়া)-কে হারিয়ে সভাপতি পদ পুনর্দখল করল সঙ্ঘ পরিবারের ছাত্র সংগঠন এবিভিপি (অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ)। সম্পাদক এবং যুগ্ম সম্পাদক পদ দু’টিও গিয়েছে এবিভিপির ঝুলিতে। অন্য দিকে, সহ-সভাপতি পদে এবিভিপি প্রার্থীকে হারিয়েছেন এনএসইউআই প্রার্থী।
২০২৪ সালে দিল্লি বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনে এনএসইউআই সভাপতি এবং যুগ্ম সম্পাদক পদে জিতেছিল। এবিভিপির ঝুলিতে গিয়েছিল সহ-সভাপতি এবং সম্পাদক পদে জিতেছিল এবিভিপি। দিল্লির বিধানসভা ভোটে জয়ের পরে এ বার দিল্লি বিশ্ববিদ্যালয়ের কর্তৃত্ব আবার প্রতিষ্ঠা করল সঙ্ঘ পরিবারের ছাত্র সংগঠন। ২০২৪ সালের আগে টানা সাত বছর ছাত্র সংগঠনের চারটি গুরুত্বপূর্ণ পদই ধারাবাহিক ভাবে এবিভিপির দখলে ছিল।
আরও পড়ুন:
সভাপতি পদে এবিভিপি প্রার্থী আরিয়ান মান তাঁর এনএসইউআই প্রতিদ্বন্দ্বী জসলিন নন্দিতা চৌধরিকে ১৬ হাজারেরও বেশি ভোটের ব্যবধানে হারিয়েছেন। অন্য দিকে, সহ-সভাপতি পদে এনএসইউআই প্রার্থী রাহুল ঝানওয়াল প্রায় ন’হাজার ভোটে হারিয়েছেন এবিভিপি প্রার্থী গোবিন্দ তানওয়ারকে। সিপিএমের ছাত্র সংগঠন এসএফআই এবং সিপিআইএমএল (লিবারেশন)-এর ছাত্র সংগঠন ‘আইসা’ পৃথক ভাবে লড়েছিল এ বারের দিল্লি বিশ্ববিদ্যালয়ের ভোটে। এনএসইউআই-এর সর্বভারতীয় সভাপতি বরুণ চৌধরি ভোটের ফল প্রকাশের পরে বলেন, ‘‘শুধু এবিভিপি নয়, আমাদের লড়তে হয়েছে বিজেপি, আরএসএস এবং দিল্লি পুলিশের যৌথ বাহিনীর বিরুদ্ধে।’’