সারা দেশের স্কুলপড়ুয়াদের প্রায় এক-তৃতীয়াংশই গৃহশিক্ষকের কাছে পড়ে। আর তা বেশি দেখা যায় শহরাঞ্চলেই। কেন্দ্রীয় সরকারের শিক্ষা সংক্রান্ত ‘কম্প্রিহেনসিভ মডিউলার সার্ভে’ বা সিএমএস-এ উঠে এসেছে এই তথ্য।
বর্তমান স্কুলপড়ুয়াদের পড়াশোনার জন্য তাদের পরিবারের কেমন খরচ হয়, সেই প্রশ্নটিকে কেন্দ্র করেই ন্যাশনাল স্যাম্পল সার্ভের অংশ হিসেবে কেন্দ্রের এই সমীক্ষা। ৫২,০৮৫টি পরিবার এবং ৫৭,৭৪২ জন পড়ুয়ার কাছ থেকে তথ্য নিয়ে করা এই সমীক্ষায় মূল যে বিষয়গুলি উঠে এসেছে, তার মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ হল গৃহশিক্ষকের কাছে পড়তে যাওয়া বা প্রাইভেট কোচিংয়ের রমরমার দিকটি। প্রাক্-প্রাথমিক থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক পর্যন্ত ভাগ করে সমীক্ষাটিতে লেখচিত্র-সহ বোঝানো হয়েছে, চলতি শিক্ষাবর্ষে সারা দেশের মোট স্কুলপড়ুয়ার প্রায় এক-তৃতীয়াংশই (২৭%) গৃহশিক্ষকের কাছে পড়েছে। প্রতিটি ধাপে গ্রামাঞ্চলের চেয়ে শহরাঞ্চলে প্রাইভেট টিউশনের হার বেশি। যেমন, শহরাঞ্চলে প্রাক্-প্রাথমিকে ১৩.৬% শতাংশ পড়ুয়ার গৃহশিক্ষক আছে। মাধ্যমিকে শহরের ৪০.২% পড়ুয়া গৃহশিক্ষকের কাছে পড়েছে। উচ্চ মাধ্যমিকে ৪৪.৬%। গ্রামাঞ্চলে এই তিনটি হার যথাক্রমে ১০.৭%, ৩৬.৭% এবং ৩৩.১%।
সন্তানের প্রাইভেট টিউশনের জন্য গ্রামবাসীদের থেকে শহরবাসীরা চোখে পড়ার মতোই বেশি খরচ করেন বলে এই সমীক্ষায় উঠে এসেছে। সেটি বলছে, শহরাঞ্চলে গড়ে এক জন স্কুলপড়ুয়াকে গৃহশিক্ষকের কাছে পড়াতে তাদের পরিবার বছরে খরচ করে ৩৯৮৮ টাকা। গ্রামাঞ্চলে এই বার্ষিক গড়ই মাত্র ১৭৯৩ টাকা। এই খাতে প্রাক্-প্রাথমিক থেকে শুরু করেই প্রতিটি ধাপেই গ্রামকে টেক্কা দিয়েছে শহর। উচ্চ মাধ্যমিকে শহরের স্কুলপড়ুয়াদের প্রাইভেট টিউশনের বার্ষিক গড় খরচ যেখানে ৯৯৫০ টাকা, সেখানে গ্রামাঞ্চলে ওই গড় খরচ ৪৫৪৮ টাকা। গ্রাম-শহর মিলিয়ে দেখলেও প্রতি ধাপে এই খরচ বেড়েছে। প্রাক্-প্রাথমিকের প্রাইভেট টিউশনে পড়ুয়া-পিছু খরচের গড় যেখানে ৫২৫ টাকা, উচ্চ মাধ্যমিকে তা-ই হয়েছে ৬৩৮৪ টাকা।
কোথা থেকে আসে স্কুলে পড়ার খরচ? ৯৫% শতাংশ স্কুলপড়ুয়া সমীক্ষকদের জানিয়েছে, তাদের পরিবারেরই কোনও না কোনও ব্যক্তি মূলত তাদের পড়ার খরচ বহন করে থাকেন। এই হার অবশ্য গ্রামে (৯৫.৩%) এবং শহরে (৯৪.৪%) প্রায় সমান। দেশের ১.২% স্কুলপড়ুয়া সরকারি বৃত্তির উপরে নির্ভরশীল। সমীক্ষা জানাচ্ছে, সন্তানকে পড়াতে গিয়ে পরিবারগুলির সবচেয়ে বেশি খরচ হয় স্কুলের বেতন দিতে গিয়ে। চলতি শিক্ষাবর্ষে সারা দেশের সব ধরনের স্কুলকে ধরে এই সমীক্ষায় দেখা গিয়েছে পড়ুয়া-পিছু বেতনের খরচই সবচেয়ে বেশি (৭১১১ টাকা)। তার পরে আসছে পাঠ্যবই ও স্টেশনারির খরচ (গড় ২০০২ টাকা)। শহরাঞ্চলে স্কুলের বেতন খাতে গড় খরচ যেখানে ১৫,১৪৩ টাকা, গ্রামে তা-ই৩৯৭৯ টাকা।
এই পরিস্থিতিতে দেশ জুড়ে শিক্ষার বিস্তারে সরকারি স্কুলগুলিই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে বলে সমীক্ষা জানাচ্ছে। পরিসংখ্যান বলছে, বেসরকারি স্কুলগুলিতে যেখানে ৯৫.৭ শতাংশ পড়ুয়াকেই বেতন দিতে হচ্ছে, সেখানে সরকারি স্কুলের বেতন দিচ্ছে মাত্র ২৬.৭ শতাংশ পড়ুয়া। সারা দেশে মোট ভর্তির ৫৫.৯ শতাংশই হচ্ছে সরকারি স্কুলে। গ্রামাঞ্চলের দুই-তৃতীয়াংশ (৬৬%) পড়ুয়া সরকারি স্কুলেইভর্তি হয়। এই হার শহরাঞ্চলে অর্ধেকেরও কম, ৩০.১%। সারা দেশে বেসরকারি (সাহায্যবিহীন) স্কুলে ভর্তির হার ৩১.৯%।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)