আধার কার্ড, প্যান কার্ডের মতো গুরুত্বপূর্ণ নথি এ বার থেকে ডাউনলোড করা যাবে হোয়াটসঅ্যাপেও। নাগরিকদের সুবিধার্থে এই ব্যবস্থা চালু করা হয়েছে। বছর দু’য়েক আগে ‘ডিজিলকার’ নামের একটি পরিষেবা চালু করেছিল কেন্দ্রীয় তথ্য ও প্রযুক্তি মন্ত্রক। এর মাধ্যমে আধার কার্ড, ড্রাইভিং লাইসেন্সের মতো নথি অনলাইনে পাওয়া যেত। সেই ‘ডিজিলকার’ পরিষেবাই এ বার মিলছে হোয়াটসঅ্যাপে।
‘ডিজিলকার’ নামে একটি স্বতন্ত্র ওয়েবসাইট এবং অ্যাপ রয়েছে। সেখান থেকে চাইলে গ্রাহকরা আধার কার্ড বা যে কোনও সরকারি নথি ডাউনলোড করতে পারেন। হোয়াটসঅ্যাপেও ‘ডিজিলকার’-এর পরিষেবা মিলবে। ফলে হোয়াটসঅ্যাপ থেকে এই ধরনের নথি ডাউনলোড করতে পারবেন গ্রাহক। ‘মাই গভর্নমেন্ট হেল্পডেস্ক হোয়াটসঅ্যাপ’-এর মাধ্যমে আধার কার্ড, প্যান কার্ড, ড্রাউভিং লাইসেন্স এমনকি পরীক্ষার মার্কশিটও ডাউনলোড করা যাবে।
আরও পড়ুন:
কী ভাবে গুরুত্বপূর্ণ নথি হোয়াটসঅ্যাপ থেকে ডাউনলোড করবেন?
- প্রথমে ‘ডিজিলকার’ ওয়েবসাইটে গিয়ে নিজের অ্যাকাউন্ট খুলতে হবে।
- তার পর ‘মাই গভর্নমেন্ট হেল্পডেস্ক’-এর নম্বরটি হোয়াটসঅ্যাপে সেভ করতে হবে। নম্বরটি হল ৯০১৩১৫১৫১৫।
- এর পর হোয়াটসঅ্যাপ খুলে এক বার সেভ করা নম্বরের তালিকা রিফ্রেশ করতে হবে।
- ‘মাই গভর্নমেন্ট হেল্পডেস্ক’ খুলতে হবে হোয়াটসঅ্যাপে।
- চ্যাট বাক্সে গিয়ে ‘হাই’ বা ‘নমস্কার’ লিখে পাঠাতে হবে।
- ‘ডিজিলকার’ এবং ‘কো-উইন’— দু’টি বিকল্প থেকে একটি বেছে নিতে বলা হবে। ‘ডিজিলকার’ বেছে নিন।
- ‘ডিজিলকার’-এ অ্যাকাউন্ট আছে কি না, জানতে চাইলে ‘ইয়েস’-এ ক্লিক করতে হবে। অ্যাকাউন্ট না থাকলে ওয়েবসাইটে গিয়ে অ্যাকাউন্ট খুলতে হবে।
- এর পর আধার নম্বর লিখতে হবে ওই চ্যাটবক্সে।
- আধার নম্বর দিলে মোবাইলে একটি ওটিপি আসবে। তা লিখতে হবে চ্যাটবক্সে।
- ‘ডিজিলকার’ অ্যাকাউন্টে গ্রাহকের যা যা নথি রয়েছে, সব ক’টির ছবি দেখা যাবে হোয়াটসঅ্যাপে।
- যে নথি ডাউনলোড করতে হবে, তালিকায় সেটি যত নম্বরে রয়েছে, সেই নম্বরটি পাঠাতে হবে এর পর।
- তা হলেই নথির পিডিএফ ডাউনলোড হয়ে যাবে।
উল্লেখ্য, এই পদ্ধতিতে হোয়াটসঅ্যাপ থেকে এক বারে একটি নথিই ডাউনলোড করা যাবে।