Advertisement
২৫ এপ্রিল ২০২৪
Indian Air Force

IAF: ভারতীয় বায়ুসেনার নয়া প্রধানের দায়িত্ব নিলেন এয়ার মার্শাল বিবেক রাম চৌধুরী

বৃহস্পতিবার বিদায়ী বায়ুসেনা প্রধান এয়ার চিফ মার্শাল কে এস ভদৌরিয়ার স্থলাভিষিক্ত হন এয়ার মার্শাল চৌধুরি।

এয়ার মার্শাল ভি কে চৌধুরি।

এয়ার মার্শাল ভি কে চৌধুরি। ছবি: সংগৃহীত।

সংবাদ সংস্থা
নয়াদিল্লি শেষ আপডেট: ৩০ সেপ্টেম্বর ২০২১ ১৯:২১
Share: Save:

ভারতীয় বায়ুসেনার নয়া প্রধান হলেন এয়ার মার্শাল বিবেক রাম চৌধুরি। বৃহস্পতিবার বিদায়ী বায়ুসেনা প্রধান এয়ার চিফ মার্শাল আর কে এস ভদৌরিয়ার স্থলাভিষিক্ত হলেন তিনি। এয়ার চিফ মার্শাল কে এস ভদৌরিয়া বৃহস্পতিবারই অবসর নিয়েছেন।

দক্ষ যুদ্ধবিমান চালক হিসেবে পরিচিত চৌধুরি ১৯৮২ সালে ভারতীয় বায়ুসেনায় যোগ দিয়েছিলেন। তেজস, সুখোই-৩০, রাফাল-সহ নানা যুদ্ধবিমান ভারতীয় বায়ুসেনায় অন্তর্ভুক্তির নেপথ্যে তাঁর গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। অংশ নিয়েছেন কার্গিল যুদ্ধেও। চার দশকের কর্মজীবনে বিমানবাহিনীতে নিরবচ্ছিন্ন অবদানের জন্য বিভিন্ন সময়ে পরম বিশিষ্ট সেবা মেডেল, অতি বিশিষ্ট সেবা মেডেল, বায়ুসেনা মেডেলে সম্মানিত করা হয়েছে তাঁকে।

গত বছর লাদাখের প্রকৃত নিয়ন্ত্রণ রেখা (এলএসি) পেরিয়ে চিনাফৌজের অনুপ্রবেশের সময় বায়ুসেনার পশ্চিম কমান্ডের প্রধান ছিলেন এয়ার মার্শাল চৌধুরি। সম্ভাব্য চিনা হামলা ঠেকাতে বায়ুসেনার প্রস্তুতির মূল দায়িত্ব ছিল তাঁর উপর। এর পর গত ১ জুলাই বায়ুসেনার উপপ্রধানের দায়িত্ব দেওয়া হয়েছিল তাঁকে। বায়ুসেনার বিধি মেনে প্রধান হিসেবে দায়িত্ব নেওয়ার পর বৃহস্পতিবারই এয়ার চিফ মার্শাল হিসেবে পদোন্নতি হয়েছে চৌধুরির। প্রসঙ্গত, তাঁর ছেলেও বায়ুসেনার রাফাল স্কোয়াড্রনের ‘ফাইটার পাইলট’।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE