রেলের নিয়োগে অনিয়মের অভিযোগ এবং তাকে কেন্দ্র ধুন্ধুমার পরিস্থিতির জেরে আগামিকাল, শুক্রবার বিহার বন্ধের ঘোষণা করল অল ইন্ডিয়া স্টুডেন্টস ইউনিয়ন (আইসা)। এই বন্ধে সমর্থন জানিয়েছে আরজেডি, কংগ্রেস-সহ রাজ্যের বিরোধী জোট।
নিয়োগ পরীক্ষায় অনিয়ম, দুর্নীতির অভিযোগ তুলে গত কয়েক দিন ধরেই বিহারের বিভিন্ন প্রান্তে আন্দোলন-বিক্ষোভ শুরু করেছিলেন চাকরিপ্রার্থীরা। গত কাল সেই বিক্ষোভ বড় আকার ধারণ করে। প্রচুর পরীক্ষার্থী গয়া স্টেশনে জমায়েত করে বিক্ষোভ দেখাতে থাকে। এমনকি একটি যাত্রিহীন প্যাসেঞ্জার এক্সপ্রেসে আগুন লাগিয়ে দেওয়া হয়। মঙ্গলবারও ট্রেনে পুড়িয়ে দেওয়ার অভিযোগ উঠেছিল। এমনকি চলন্ত ট্রেনে পাথর ছোড়ার অভিযোগও ওঠে ছাত্রদের বিরুদ্ধে।
ভোটমুখী উত্তরপ্রদেশেও ছড়িয়ে পড়ে ছাত্রদের প্রতিবাদ। প্রয়াগরাজে তুমুল বিক্ষোভ দেখায় বহু ছাত্র। রাজনৈতিক সূত্রের খবর, আন্দোলনকারী ছাত্রদের মধ্যে রয়েছে আরএসএস-এর ছাত্র সংগঠন এবিভিপি-র বহু সদস্য। এ ছাড়া বহু বিজেপি সমর্থকও আন্দোলনে শামিল হন। এই ঘটনায় কার্যত অস্বস্তিতে যোগী আদিত্যনাথের প্রশাসন।