Advertisement
৩০ এপ্রিল ২০২৪
Amit Shah

মুখ্যমন্ত্রী নন, কেজরীর পাইলট! মানকে কটাক্ষ শাহের, পঞ্জাবের আইনশৃঙ্খলা নিয়ে আক্রমণ

মোদী সরকারের ৯ বছর পূর্তিতে পঞ্জাবের অমৃতসরে জনসভা করেন অমিত শাহ। সভা থেকে পঞ্জাবের আপ সরকারের দিকে তীব্র আক্রমণ শানান তিনি। যদিও শাহের সভায় গরহাজির ছিলেন স্থানীয় সাংসদ সানি দেওল।

file image

কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। — ফাইল ছবি।

আনন্দবাজার অনলাইন ডেস্ক
অমৃতসর শেষ আপডেট: ১৮ জুন ২০২৩ ১৭:৪৮
Share: Save:

মোদী সরকারের ন’বছর পূর্তি উপলক্ষে আয়োজিত জনসভায় দাঁড়িয়ে পঞ্জাবের মান সরকারকে তীব্র আক্রমণ শানালেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তাঁর অভিযোগ, মুখ্যমন্ত্রী মানের পঞ্জাবের সমস্যা সমাধানের জন্য সময় নেই। শাহের কটাক্ষ, ‘‘মান আসলে কেজরীওয়ালের পাইলট হিসাবে কাজ করছেন!’’ পাশাপাশি ভূয়সী প্রশংসায় ভরিয়ে দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে। দাবি করলেন, মোদীর নেতৃত্বে ভারত আজ প্রকৃতই বিশ্বগুরু।

অমৃতসরের জনসভায় শাহের মুখে উঠে আসে পঞ্জাবের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সমালোচনা। তিনি বলেন, ‘‘আমি আম আদমি পার্টির মতো সরকার জীবনে দেখিনি। যারা শুধু ফাঁপা প্রতিশ্রুতিই দিয়ে যায়। পঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবন্ত মানের শুধু একটাই কাজ, যদি কেজরীওয়াল চেন্নাই যান, তখন মান একটি বিমান নিয়ে দিল্লি যান। তার পর সেই বিমানে কেজরীওয়ালকে বসিয়ে চেন্নাই নিয়ে যান। কেজরীওয়ালের যদি কলকাতা যাওয়ার থাকে, তাহলেও মান পঞ্জাব থেকে বিমান নিয়ে দিল্লি যান। সেখানে কেজরীওয়ালকে তুলে কলকাতা পৌঁছে দেন। পঞ্জাবের মুখ্যমন্ত্রী কেজরীওয়ালের ভারত ভ্রমণের ব্যবস্থা করে দিচ্ছেন। কখনও কখনও আমি বুঝতে পারি না, ভগবন্ত মান আদৌ পঞ্জাবের মুখ্যমন্ত্রী না কেজরীওয়ালের পাইলট!’’

এর পরেই শাহ তোলেন পঞ্জাবের আইনশৃঙ্খলা নিয়ে প্রশ্ন। বলেন, ‘‘মান আসার পর পঞ্জাবের আইনশৃঙ্খলা পরিস্থিতি তলানিতে ঠেকেছে। মানুষ এখানে নিরাপদ নন। মাদক কারবার লাফিয়ে বৃদ্ধি পেয়েছে। কৃষকদের সমস্যার দিকে নজর নেই মানের। দলিতদের উপর অত্যাচারও লক্ষণীয় ভাবে বৃদ্ধি পেয়েছে। পঞ্জাবের এক মন্ত্রী এক দলিত কন্যার যৌন নিগ্রহে অভিযুক্ত, তবুও তাঁকে সরানোর ব্যাপারে কোনও কথা বলছেন না মুখ্যমন্ত্রী।’’

পাল্টা জবাব দিতে দেরি করেনি আপও। আইনশৃঙ্খলার প্রশ্নের যখন শাহ মান সরকারকে বিঁধছেন, ঠিক সেই সময় মণিপুরে আগুন জ্বলছে। তা নিয়ে কী বলবেন শাহ? প্রশ্ন কেজরীওয়ালের দলের? কুস্তিগিরদের যৌন হেনস্থায় অভিযুক্ত ব্রিজভূষণ বা আন্দোলনরত কৃষকদের উপর গাড়ি ছোটানো কেন্দ্রীয় প্রতিমন্ত্রীর ছেলের বিষয়ে পাল্টা খোঁচা দিয়ে শাহকে আপের পরামর্শ, ‘‘আগে নিজের দিকটা দেখুন, তার পর না হয় জ্ঞান বিতরণ করবেন।’’

তাৎপর্যপূর্ণ ব্যাপার হল রবিবার অমৃতসরে শাহের সভায় অনুপস্থিত ছিলেন স্থানীয় সাংসদ সানি দেওল। তা নিয়েও শাহকে কটাক্ষ ছুড়ে দিয়েছে আপ।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Amit Shah Bhagwant Mann AAP BJP
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE