Advertisement
১৯ এপ্রিল ২০২৪
Amit Shah

করোনার টিকার সমালোচকদের কড়া বার্তা অমিত শাহের

শনিবার সশস্ত্র কেন্দ্রীয় পুলিশ বাহিনীকে আয়ুষ্মান যোজনার আওতায় আনার কথা ঘোষণা করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী।

অমিত শাহ।

অমিত শাহ। নিজস্ব চিত্র

সংবাদ সংস্থা
গুয়াহাটি শেষ আপডেট: ২৪ জানুয়ারি ২০২১ ১২:২২
Share: Save:

জনস্বাস্থ্য নিয়ে কেন সন্দেহের বাতাবরণ তৈরি করছেন? এ নিয়ে ভিন্ন মঞ্চে ‘দ্বন্দ্বযুদ্ধ’ হোক। করোনার টিকার কার্যকারিতা নিয়ে সমালোচকদের কড়া বার্তা দিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।

শনিবার গুয়াহাটিতে সশস্ত্র কেন্দ্রীয় পুলিশ বাহিনী (সেন্ট্রাল আর্মড পুলিশ ফোর্স)-কে আনুষ্ঠানিক ভাবে আয়ুষ্মান যোজনার আওতায় আনার কথা ঘোষণা করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। অমিত বলেন, ‘‘কিছু লোক টিকাকরণ নিয়ে ভুল তথ্য ছড়াচ্ছেন। এ নিয়ে ভিন্ন মঞ্চে লড়াই হোক। কিন্তু আপনারা কেন জনস্বাস্থ্য নিয়ে সন্দেহের বাতাবরণ তৈরি করছেন? কেন রাজনীতি করছেন?’’ এর পর সিএপিএফ কর্মীদের টিকা নেওয়ার আহ্বান জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘‘টিকার কার্যকারিতা নিয়ে সন্দেহ করবেন না। ইতিমধ্যেই আমরা বিশ্বের বৃহত্তম টিকাকরণ কর্মসূচি শুরু করেছি।’’

শাহের মতে, ভারতীয় বিজ্ঞানীরা করোনার যে টিকা তৈরি করেছেন তা সম্পূর্ণ নিরাপদ। শনিবারের অনুষ্ঠানে সিএপিএফ কর্মীদের স্বাস্থ্য বিমা, আবাসন প্রকল্প এবং দীর্ঘ সময় ধরে কর্তব্যপালন নিয়ে উদ্বেগ প্রকাশ করেন তিনি। বলেন, ‘‘আমাদের সরকার এই তিনটি সমস্যার সমাধান চাইছে। স্বাস্থ্য ক্ষেত্রে আয়ুষ্মান যোজনা চালু করা হল আজ। ৫০ লক্ষ মানুষ এই প্রকল্পের আওতায় আসবেন।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Amit Shah Corona vaccine
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE