Advertisement
E-Paper

৬০ পেরিয়েছেন, অবসরের পর কী নিয়ে কী ভাবে সময় কাটাবেন? পরিকল্পনা ফাঁস করলেন শাহ

অবসরের পর কী করবেন? কী নিয়ে কী ভাবে সময় কাটাবেন? স্থির করে ফেলেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। একটি অনুষ্ঠানে গিয়ে সেই পরিকল্পনাই ফাঁস করলেন।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৯ জুলাই ২০২৫ ১৮:৩৬
কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।

কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। —ফাইল চিত্র।

৬০ বছর বয়স হয়ে গিয়েছে। তিনি কবে অবসর নেবেন? তা খোলসা করেননি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তবে অবসরের পর কী করবেন, কী নিয়ে কী ভাবে সময় কাটাবেন, সেই পরিকল্পনা ফাঁস করলেন নিজেই। জানালেন, কাজ থেকে সরে যাওয়ার পর পড়াশোনা করেই কাটিয়ে দেবেন বাকি জীবনটা।

বুধবার ‘সহকার সম্বাদ’ নামের একটি অনুষ্ঠানে গিয়েছিলেন শাহ। সেখানে গুজরাত, মধ্যপ্রদেশ এবং রাজস্থানের সমবায়ের সঙ্গে যুক্ত মহিলাদের সঙ্গে কথাবার্তা বলেছেন। সেই মঞ্চ থেকেই নিজের অবসরজীবন নিয়ে মুখ খোলেন শাহ। বলেন, ‘‘আমি ঠিক করেছি, অবসর নেওয়ার পর আমি বাকি জীবনটা বেদ, উপনিষদ পড়ে কাটিয়ে দেব। প্রাকৃতিক চাষবাস নিয়েও পড়াশোনা করব।’’ প্রাকৃতিক চাষের উপযোগিতা বোঝাতে গিয়ে তিনি আরও বলেন, ‘‘রাসায়নিক সারের মাধ্যমে যে গম উৎপন্ন হয়, তা থেকে অনেক সময় অনেক অসুখ করে। প্রাকৃতিক চাষ আমাদের শরীরকে শুধু রোগমুক্তই করে না, চাষের উৎপাদনও অনেক বাড়িয়ে দেয়।’’

শাহ কেন্দ্রের স্বরাষ্ট্র মন্ত্রকের দায়িত্বে আছেন ২০১৯ সাল থেকে। ২০২১ সালে তাঁকে আরও একটি মন্ত্রকের দায়িত্ব দেওয়া হয়। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর পাশাপাশি তিনি কেন্দ্রীয় সমবায়মন্ত্রীও বটে। শাহ বলেন, ‘‘আমি যখন দেশের স্বরাষ্ট্রমন্ত্রী হলাম, আমাকে সকলে বলেছিলেন, এটা খুব গুরুত্বপূর্ণ একটা দফতর। কিন্তু যখন আমাকে সমবায়মন্ত্রী করা হল, আমার মনে হয়েছিল, সেটা স্বরাষ্ট্র মন্ত্রকের চেয়েও বড় কিছু। কারণ এটা দেশের কৃষক, গরিব মানুষ, গ্রাম, পশুপাখি নিয়ে কাজ করে।’’

এই অনুষ্ঠানের আগে শাহের মন্ত্রক থেকে সমাজমাধ্যমে একটি পোস্ট করা হয়েছিল। তাতে লেখা হয়, ‘‘সহযোগিতার মাধ্যমে সমৃদ্ধির যে দৃষ্টিভঙ্গির কথা মোদীজি বলে থাকেন, তার সঙ্গে সঙ্গতি রেখেই কৃষকদের ক্ষমতায়ন করছে কেন্দ্রীয় সমবায় মন্ত্রক। এতে গ্রামীণ অর্থনীতির পাশাপাশি দেশের অর্থনীতিও শক্তিশালী হয়ে উঠছে।’’

Amit Shah Home Ministry Retirement Plan BJP
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy