Advertisement
১৭ এপ্রিল ২০২৪
Amritpal Singh

পলাতক অমৃতপালকে আশ্রয় দিয়েছেন! ঘনিষ্ঠ সঙ্গীর পর এ বার পঞ্জাব পুলিশের জালে দুই অভিযুক্ত

শুক্রবার পঞ্জাবের হোশিয়ারপুর এবং জলন্ধর জেলা থেকে যথাক্রমে রাজদীপ সিংহ ও কে সর্বজিৎ সিংহকে গ্রেফতার করে পুলিশ।

Picture of Amritpal Singh

১০ এপ্রিল পপ্পলপ্রীত সিংহকে গ্রেফতার করা হলেও অধরা অমৃতপাল সিংহ। —ফাইল চিত্র।

সংবাদ সংস্থা
চণ্ডীগড় শেষ আপডেট: ১৫ এপ্রিল ২০২৩ ১৫:৩৬
Share: Save:

পুলিশের চোখে ধুলো দিয়ে পালিয়ে বেড়ানোর সময় খলিস্থানপন্থী শিখ নেতা অমৃতপাল সিংহকে আশ্রয় দিয়েছেন, এই অভিযোগে পঞ্জাবের দুই জেলা থেকে দু’জন অভিযুক্তকে গ্রেফতার করল পুলিশ। ধৃতদের পুলিশি হেফাজতে পাঠানো হয়েছে বলে শনিবার জানিয়েছে তারা।

পুলিশ সূত্রে খবর, শুক্রবার পঞ্জাবের হোশিয়ারপুর জেলার ববক গ্রাম থেকে রাজদীপ সিংহকে গ্রেফতার করা হয়। অন্য দিকে, জলন্ধর জেলার সর্বজিৎ সিংহকেও একই অভিযোগে পাকড়াও করা হয়েছে। শুক্রবার রাতেই ধৃতদের আদালতে হাজির করানো হয়। ধৃতদের জেরার জন্য পুলিশি হেফাজতের আবেদন করলে এক দিনের জন্য সে আবেদন মঞ্জুর করেন বিচারক।

‘ওয়ারিশ পঞ্জাব দে’ সংগঠনের নেতা অমৃতপালের খোঁজে পঞ্জাবের বিভিন্ন জেলায় তল্লাশি অভিযান শুরু করেছেন পুলিশ। অভিযোগ, অমৃতসরের কাছে অঞ্জলা থানার লকআপে বন্দি সঙ্গীকে ছাড়ানোর জন্য কয়েকশো জনকে নিয়ে ১৮ মার্চ হামলা চালান অমৃতপাল এবং তাঁর ঘনিষ্ঠ সঙ্গী পপ্পলপ্রীত সিংহ। ওই ঘটনার পর থেকেই দু’জনে পলাতক। তবে ১০ এপ্রিল পপ্পলপ্রীতকে গ্রেফতার করলেও এখনও অধরা অমৃতপাল। পঞ্জাবের জলন্ধর, হোশিয়ারপুর এবং অমৃতসরের একাধিক গ্রামে তিনি ছদ্মবেশে আশ্রয় নিয়েছিলেন বলে দাবি। এমনকি, পুলিশকে ফাঁকি দিয়ে অমৃতপাল হয়তো পঞ্জাবঘেঁষা রাজস্থানে পালিয়েছেন বলেও দাবি গোয়েন্দাদের। তাঁদের তথ্যের ভিত্তিতে রাজস্থানের হনুমানগড় এবং গঙ্গানগর জেলায় চিরুনিতল্লাশি শুরু করেছে পঞ্জাব পুলিশ।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE