Advertisement
E-Paper

লেবুর খোসা দিয়ে তৈরি হচ্ছে টয়লেট ক্লিনার

তবে পাবলিক টয়লেট পরিষ্কার করার কাজে নতুন দিশা দেখাল জামশেদপুরের একটি স্টার্ট আপ সংস্থা। বিভিন্ন ধরনের লেবুর পেলে দেওয়া খোসা দিয়ে সস্তায় উন্নতমানের উপায় বের করল টয়লেট পরিষ্কার করার জন্য।

সংবাদ সংস্থা 

শেষ আপডেট: ২৬ জানুয়ারি ২০১৯ ২১:৪৩
জার ভর্তি লেবুর খোসা। ছবি সংগৃহীত।

জার ভর্তি লেবুর খোসা। ছবি সংগৃহীত।

সারা দেশের প্রায় সমস্ত জায়গাতে পাবলিক টয়লেটের সমস্যাটা মোটামুটি একই রকমের। অপরিচ্ছন্নতা ও জঘন্য দুর্গন্ধের জন্য মাঝেমধ্যে সে গুলি ব্যবহার করা দুষ্কর হয়ে ওঠে। এই সব টয়লেটকে জীবানু মুক্ত করতে বিভিন্ন রাসায়নিক পদার্থ ব্যবহার করা হয়ে থাকে। তবে পাবলিক টয়লেট পরিষ্কার করার কাজে নতুন দিশা দেখাল জামশেদপুরের একটি স্টার্ট আপ সংস্থা। বিভিন্ন ধরনের লেবুর পেলে দেওয়া খোসা দিয়ে সস্তায় উন্নতমানের উপায় বের করল টয়লেট পরিষ্কার করার জন্য।

আইআইটি ধানবাদের প্রাক্তনী সৌরভ কুমার অনেক দিন ধরেই ভাবছিলেন সস্তায় বাথরুম পরিষ্কার করার জন্য কোনও দ্রব্য প্রস্তুত করার কথা। তবে তাঁর মাথায় ঘুরছিল পরিবেশ বান্ধব উপায়ে এই দ্রব্য তৈরি করতে চাইছিলেন তিনি। এ জন্য টোয়াসো নামের এক সংগঠন তৈরি করেন তিনি। সেই সংগঠনটি জামশেদপুর পুরসভা সঙ্গে যৌথভাবে স্বচ্ছ ভারত অভিযানের অধীনে কাজ করছে।

এই কাজ করার সময় দু’টি সমস্যার সম্মুখীন হন সৌরভ ও তাঁর সহকর্মীরা। রাসায়নিক পদার্থ ব্যবহার করে বাথরুম পরিষ্কার হলেও তাতে খরচা হচ্ছে অনেক বেশি। অন্যদিকে লেবুর খোসা ফেলে দেওয়ায় নোংরা হচ্ছে রাস্তা ঘাট। এই দেখেই ‘এক ঢিলে দুই পাখি’মারার কথা মাথায় আসে সৌরভের।

আরও পড়ুন: কুম্ভস্নানে পাপ ধুতে গিয়ে ধরা পড়ল সিরিয়াল কিলার

লেবুতে থাকা অ্যাসিটিক অ্যাসিডের জীবানুমুক্ত করার ক্ষমতা আছে, অন্য দিকে পড়ে থাকা লেবুর খোসাকে এই কাজে ব্যবহার করতে পারলে কমবে রাস্তাঘাটের নোংরা। তারপর নিজের সংগঠনের উদ্যোগে বিভিন্ন ধরনের লেবুর খোসা জড়ো করার কাজ শুরু করেন তাঁর সংগঠন।

প্লাস্টিকের ড্রামে লেবুর খোসা জড়ো করতে থাকে তারা। তারপর সেই লেবুর খোসা থেকে তৈরি করা হয় বাথরুম পরিষ্কার করার উপকরণ। লেবুর খোসার সঙ্গে মাইক্রোবের বিক্রিয়ায় করিয়ে এই উপাদান তৈরি করা হয়। তারপর সেই দিয়েই পরিষ্কার করা হয় পাবলিক টয়লেট।

আরও পড়ুন: এ দেশে পাওয়া যাচ্ছে সোনায় মোড়া আইসক্রিম! জানেন কত দাম

(দেশজোড়া ঘটনার বাছাই করা সেরাবাংলা খবরপেতে পড়ুন আমাদেরদেশবিভাগ।)

ToWaSo Saurabh Kumar Toilet Cleaners
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy