ফের কর্তব্যরত সেনাদের লক্ষ্য করে গুলি চলল কাশ্মীরে। শনিবার নিয়ন্ত্রণরেখা থেকে মাত্র ৮০০ মিটার দূরে জম্মু ও কাশ্মীরের রাজৌরির কাছে টহলরত সেনাদের লক্ষ্য করে গুলি চালিয়েছে জঙ্গিরা। পাল্টা গুলি চালিয়েছে সেনাও। তবে ওই ঘটনায় এখনও পর্যন্ত হতাহতের কোনও খবর মেলেনি।
আরও পড়ুন:
শনিবার বিকেলে রাজৌরির কেরি এলাকার কাছে টহল দিচ্ছিল সেনা। তখনই নিয়ন্ত্রণরেখার ও পার থেকে সেনাদের লক্ষ্য করে ছুটে আসে গুলি। জবাবে পাল্টা গুলি ছোড়ে সেনা। ওই ঘটনার পরেই রাজৌরির বিস্তীর্ণ এলাকা জুড়ে শুরু হয়েছে ব্যাপক তল্লাশি অভিযান। তবে এখনও পর্যন্ত জঙ্গিদের খোঁজ মেলেনি।
উল্লেখ্য, জম্মু-কাশ্মীরের পুঞ্চে পাকিস্তানের হামলার পরের দিনই আবার গুলি চলল রাজৌরিতে। সূত্রের খবর, গত ৪-৫ ফেব্রুয়ারির মধ্যে নিয়ন্ত্রণরেখা পেরিয়ে কৃষ্ণা ঘাটি সেক্টর হয়ে পুঞ্চে ঢোকার চেষ্টা করছিল সাত পাকিস্তানি অনুপ্রবেশকারী। তখনই সতর্ক হয়ে যান টহলরত সেনা জওয়ানেরা। অনুপ্রবেশ রুখে দেওয়ার চেষ্টা করতেই সেনাদের লক্ষ্য করে গুলি চালাতে থাকে অনুপ্রবেশকারীরা। শেষমেশ যদিও দু’পক্ষের গুলির লড়াইয়ে সাত জনেরই মৃত্যু হয়েছে। সেনার এক সূত্রের দাবি, নিহত সাত জনের মধ্যে দু’-তিন জন পাক সেনাও রয়েছেন। এ ছাড়া, নিহতদের মধ্যে বাকিরা অল বদর জঙ্গিগোষ্ঠীর সদস্য বলেও দাবি করা হয়েছে। ওই ঘটনার ২৪ ঘণ্টার মধ্যেই ফের গুলি চলল কাশ্মীরে।