Advertisement
১১ মে ২০২৪

Election Results 2021: কেরলে ফের বামেরা, তামিলনাড়ুর কুর্সিতে স্ট্যালিন, পুদুচেরি অসমে জিতছে এনডিএ

ভোট গণনার প্রবণতা বলছে, পুদুচেরিতেও ক্ষমতা দখলের পথে এনডিএ জোট।

পিনারাই বিজয়ন, এম কে স্ট্যালিন এবং সর্বানন্দ সোনোয়াল

পিনারাই বিজয়ন, এম কে স্ট্যালিন এবং সর্বানন্দ সোনোয়াল

সংবাদ সংস্থা
নয়াদিল্লি শেষ আপডেট: ০২ মে ২০২১ ১২:৪৭
Share: Save:

দীর্ঘদিনের প্রথা ভেঙে কেরলে ক্ষমতার প্রত্যাবর্তন ঘটতে চলেছে শাসক শিবিরের। সেখানে সিপিএমের নেতৃত্বধীন এলডিএফ জোট ফের জিততে চলেছে। কেরলের ১৪০টি আসনের মধ্যে বামজোট ৮৭, কংগ্রেস নেতৃত্বাধীন ইউডিএফ ৪৯ এবং বিজেপি ৩টিতে এগিয়ে। কান্নুর জেলার ধর্মাদম আসনে মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন এগিয়ে রয়েছেন।

বুথ ফেরত সমীক্ষায় তামিলনাড়ুতে ডিএমকে-কংগ্রেস জোটের বিপুল ভোটে জয়ের ইঙ্গিত দেওয়া হয়েছিল। কিন্তু ভোট গণনার প্রবণতা বলছে, সে রাজ্যে এডিএমকে-বিজেপি-পিএমকে জোটও কড়া টক্কর দিয়েছে। ২৩৪টি আসনের মধ্যে ডিএমকে জোট ১৩৬ এবং এডিএমকে জোট ৯৬টিতে এগিয়ে। ১০ বছর ক্ষমতায় থাকার পরেও প্রয়াত জয়ললিতার দলের এই ফল তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকেরা।

উত্তর-পূর্বের রাজ্য অসমে ফের ক্ষমতায় ফিরতে চলেছে বিজেপি নেতৃত্বাধীন এনডিএ জোট। ১২৬টি আসনের মধ্যে বিজেপি, অসম গণ পরিষদ এবং বোড়ো জনগোষ্ঠীর দল ইউপিপিএল এগিয়ে ৮৫টিতে। কংগ্রেস, এআইইউডিএফ এবং বামেদের জোট ৫০টিতে।

ভোট গণনার প্রবণতা বলছে, পুদুচেরিতেও ক্ষমতা দখলের পথে এনডিএ জোট। প্রাক্তন মুখ্যমন্ত্রী এন রঙ্গস্বামীর দল তথা এনআর কংগ্রেস এবং এডিএমকে-কে সঙ্গী করে কেন্দ্রশাসিত অঞ্চলের মোট ৩০টি আসনের মধ্যে ১২টিতে এগিয়ে বিজেপি। কংগ্রেস-ডিএমকে জোট এগিয়ে ৫টিতে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE