Advertisement
E-Paper

সব বিমানসংস্থার কাছে শিক্ষা হয়ে থাকবে! ইন্ডিগো বিভ্রাটের মাঝে রাজ্যসভায় কড়া বার্তা মন্ত্রীর, পদক্ষেপের হুঁশিয়ারি

নায়ডু জানিয়ে দিয়েছেন, গত কয়েক দিন ধরে ইন্ডিগোর যে উড়ানগুলি বাতিল হচ্ছে, তার জন্য সংস্থাই দায়ী। কর্মীদের ছুটির বিষয়টি নিয়ে অব্যবস্থা তৈরি হয়েছে। কর্মীদের ছুটি (রস্টার)-র বিষয়টি দেখার কথা সংস্থারই।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৮ ডিসেম্বর ২০২৫ ১৭:১৯
কেন্দ্রীয় অসামরিক বিমান মন্ত্রী রামমোহন নায়ডু।

কেন্দ্রীয় অসামরিক বিমান মন্ত্রী রামমোহন নায়ডু। — ফাইল চিত্র।

উড়ান বিভ্রাটের জন্য ইন্ডিগো সংস্থাকেই দায়ী করে সংসদে কড়া পদক্ষেপের হুঁশিয়ারি দিলেন কেন্দ্রীয় অসামরিক বিমানমন্ত্রী রামমোহন নায়ডু। সোমবার রাজ্যসভায় তিনি জানালেন, তদন্ত চলছে। এর পরে সংস্থার বিরুদ্ধে যে পদক্ষেপ করা হবে, তা বাকি বিমানসংস্থাগুলির কাছে ‘উদাহরণ’ হয়ে থাকবে। যাত্রীদের সুরক্ষা নিয়ে আপস করা হবে না বলেও জানিয়েছেন তিনি। অন্য দিকে, পর পর উড়ান বাতিল, বিঘ্ন নিয়ে সুপ্রিম কোর্টে মামলা রুজু হয়েছিল। তা জরুরি ভিত্তিতে শোনার আর্জি খারিজ করে দিল শীর্ষ আদালত।

সোমবার রাজ্যসভায় নায়ডু জানান, ইন্ডিগো সংস্থার ‘অভ্যন্তরীণ সঙ্কট’-এর কারণেই শয়ে শয়ে বিমান বাতিল হচ্ছে। হাজার হাজার মানুষ সমস্যায় পড়ছেন। যাত্রীদের সুরক্ষায় নতুন নীতি প্রণয়নের পরেই ‘সঙ্কট’ দেখা দিয়েছে সংস্থার ভিতরে। তাঁর কথায়, ‘‘আমরা বিমানচালক, কর্মী, যাত্রীদের কথা ভাবি। এটাই আমরা সব বিমান সংস্থার কাছে স্পষ্ট করে দিয়েছি। কর্মী এবং তাঁদের ছুটির বিষয়টি দেখার কথা ইন্ডিগোরই। যাত্রীরা অনেক সমস্যায় পড়ছেন। আমরা বিষয়টিকে হালকা ভাবে নিচ্ছি না।’’ তার পরেই পদক্ষেপ করার কথা জানান তিনি। তিনি বলেন, ‘‘আমরা কড়া পদক্ষেপ করব। সব বিমান সংস্থার জন্য উদাহরণ তৈরি করব।’’

কেন্দ্রীয় মন্ত্রী আরও জানিয়েছেন, দেশের অসামরিক বিমান পরিষেবা ক্ষেত্রে আরও সংস্থা আসুক। কংগ্রেস সাংসদ প্রমোদ তিওয়ারির প্রশ্ন, ইন্ডিগোর উড়ানের যে বিভ্রাট হল, তা অটোমেটিক মেসেজ সুইচিং সিস্টেম (এএমএসএস)-এর জন্য কি না। এই প্রযুক্তিগত সমস্যার কারণে নভেম্বরের শুরুতেও উড়ান পরিষেবায় বিভ্রাট দেখা যায়। নায়ডু জানিয়ে দিয়েছেন, গত কয়েক দিন ধরে ইন্ডিগোর যে উড়ানগুলি বাতিল হচ্ছে, তার জন্য সংস্থাই দায়ী। কর্মীদের ছুটির বিষয়টি নিয়ে অব্যবস্থা তৈরি হয়েছে। কর্মীদের ছুটি (রস্টার)-র বিষয়টি দেখার কথা সংস্থার। তিনি এ-ও জানিয়েছেন, বিমানসংস্থাগুলির সঙ্গে কথা বলেই বিমানের ডিউটির সময় সংক্রান্ত (এফডিটিএল) নির্দেশিকা জারি করা হয়েছিল। ইন্ডিগোর সঙ্গেও তা নিয়ে কথা বলা হয়েছিল।

এফডিটিএলের ২২টি নির্দেশিকার মধ্যে ১ জুলাই থেকে ১৫টি নির্দেশিকা চালু হয়। বাকি সাতটি ১ নভেম্বর থেকে চালু হয়। সরকারের স্পষ্ট নির্দেশ ছিল, এই ২২টি নীতি বিমানসংস্থাগুলিকে মানতে হবে। ১ নভেম্বর থেকে সব বিমানসংস্থার সঙ্গে নতুন নীতি কার্যকরের বিষয়ে যোগাযোগও রেখেছে কেন্দ্র। নায়ডুর দাবি, সে সময় ইন্ডিগো কিছু জানায়নি। ১ ডিসেম্বর যখন এফডিটিএল নিয়ে ইন্ডিগো সংস্থার সঙ্গে কথা বলেন কেন্দ্রীয় সরকারি আধিকারিকেরা, তখন তারা কিছু জানায়নি।

অন্য দিকে, ইন্ডিগো যা-ই দাবি করুক, সপ্তম দিনেও তাদের বিমান পরিষেবা স্বাভাবিক হল না। সোমবারও তাদের ৩০০-র উপর উড়ান বাতিল করা হয়েছে। শুধু দিল্লি বিমানবন্দরেই বাতিল হয়েছে ১৩৪টি বিমান। তার মধ্যে ৫৯টির দিল্লি বিমানবন্দরে অবতরণ করার কথা ছিল। আর ৭৫টির বিভিন্ন গন্তব্যে রওনা দেওয়ার কথা ছিল। সকাল সাড়ে ৯টা পর্যন্ত ৩৬০টি উড়ান বাতিলের খবর পাওয়া গিয়েছে।

Rajya Sabha
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy