Advertisement
২৩ এপ্রিল ২০২৪
IAF

‘লাহোর’ লেখা ব্যানার, শতাধিক বেলুনের হদিস, রহস্য ঘনাল বায়ুসেনার অবতরণ ক্ষেত্রে

ভারতীয় বায়ুসেনার অবতরণ ক্ষেত্রের কাছে উদ্ধার করা হয়েছে বেলুনগুলি। এই ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

কাপড়ের ব্যানারে লেখা রয়েছে ‘লাহোর বার অ্যাসোসিয়েশন’।

কাপড়ের ব্যানারে লেখা রয়েছে ‘লাহোর বার অ্যাসোসিয়েশন’। সংগৃহীত ছবি।

সংবাদ সংস্থা
দেহরাদূন শেষ আপডেট: ৩১ ডিসেম্বর ২০২২ ১৪:২৭
Share: Save:

বর্ষশেষের দিন ভারতীয় বায়ুসেনার অবতরণ ক্ষেত্রের কাছে কয়েকশো বেলুন ঘিরে রহস্য ছড়াল। শনিবার ১০০টিরও বেশি বেলুন উদ্ধার করা হয়েছে উত্তরকাশীর চিন্নালিসৌড়ে। সবুজ রঙের বেলুনের সঙ্গে উদ্ধার করা হয়েছে কাপড়ের ব্যানার। তাতে লেখা রয়েছে ‘লাহোর বার অ্যাসোসিয়েশন’।

চিন্নালিসৌড়ে ভারতীয় বায়ুসেনার বিমান অবতরণ ক্ষেত্র রয়েছে। তার অদূরেই লাহোর লেখা কাপড়ের ব্যানার ও শতাধিক বেলুন উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। ভারত-চিন সীমান্ত থেকে ১২৫ কিমি দূরে রয়েছে এই এলাকা।

একটি দড়িতে বাঁধা ছিল ১০০টিরও বেশি বেলুন। চিন্নালিসৌড় এলাকায় একটি জঙ্গলে উদ্ধার করা হয়েছে বেলুনগুলি। ইংরেজি ও আরবি হরফে লেখা রয়েছে ‘লাহোর বার অ্যাসোসিয়েশন’।

বেলুন ও কাপড়ের ব্যানার উদ্ধারের পরই তৎপর হয়েছে স্থানীয় প্রশাসন। এই ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। কী ভাবে বেলুন ও ব্যানার ওই এলাকায় এল, তা খতিয়ে দেখা হচ্ছে বলে পুলিশ সূত্রে খবর।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

IAF Baloon national news
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE