Advertisement
৩০ নভেম্বর ২০২৩
Bihar Election 2020

পরিবার রাজের গ্রাসে সব দল: নড্ডা

কংগ্রেসের গাঁধী পরিবারের পরতি নির্ভরতাকে বরাবর বিঁধে এসেছে বিজেপি। সামনে বিহার ভোটে প্রতিদ্বন্দ্বী আরজেডি-র নেতৃত্বেও লালুপ্রসাদ যাদবের দুই ছেলে।

ছবি: পিটিআই।

ছবি: পিটিআই।

নিজস্ব সংবাদদাতা
নয়াদিল্লি শেষ আপডেট: ১৮ অক্টোবর ২০২০ ০৩:৪০
Share: Save:

বিহার বিধানসভা ভোটের মুখে ফের রাজনীতিতে পরিবারতন্ত্রকে নিশানা করলেন বিজেপি সভাপতি জে পি নড্ডা। শনিবার উত্তরাখণ্ডে দলের নতুন সদর ভবনের শিলান্যাস অনুষ্ঠানে নড্ডা বলেন, “অন্য অনেক দলে পরিবারই দলে রূপান্তরিত হয়েছে। সেখানে আমাদের কাছে দলই পরিবার। যে কোনও দলের দিকে তাকিয়ে দেখুন, তা পরিবারের কুক্ষিগত হয়ে রয়েছে। তা সে কংগ্রেস হোক বা আঞ্চলিক দল। কোনও দল ভাই-বোনকে বাঁচাতে ব্যস্ত। কোথাও মা ছেলেকে, কিংবা ছেলে মাকে বাঁচাতে তৎপর। কোথাও ভাইপোর সঙ্গে ঝগড়া। পরিবারের স্বার্থরক্ষাই এই দলগুলির মূল উদ্দেশ্য হয়ে দাঁড়িয়েছে।”

কংগ্রেসের গাঁধী পরিবারের পরতি নির্ভরতাকে বরাবর বিঁধে এসেছে বিজেপি। সামনে বিহার ভোটে প্রতিদ্বন্দ্বী আরজেডি-র নেতৃত্বেও লালুপ্রসাদ যাদবের দুই ছেলে। তার মধ্যে তেজস্বী যাদব আবার বিরোধী মহাজোটের মুখও। এই পরিস্থিতিতে বিজেপি পরিবারতন্ত্রের দিকে আঙুল তুললেও, বিরোধী শিবিরের জিজ্ঞাসা, অমিত শাহের ছেলের পরিচিতি ছাড়া জয় অমিতভাই শাহ আর কোন দক্ষতায় বিসিসিআইয়ের উঁচু পদে বসেছেন? দলের হেভিওয়েট নেতাদের ছেলে-মেয়েদের ভোটে টিকিট দেওয়ার রেওয়াজ বিজেপিতে কি নেই?

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on: Save:
Advertisement

Share this article

CLOSE