যেন একটুর জন্য মৃত্যুর মুখ থেকে ফিরে এলেন তিনি। তা না হলে বড়সড় হেলিকপ্টার দুর্ঘটনায় পড়তেন রাজস্থানের বিজেপি নেতা মহান্ত বালকনাথ। রবিবার রাজস্থানের আলওয়ারের ঘটনা। সেই ঘটনার ভিডিয়ো ছড়িয়ে পড়েছে।
রাজস্থানের বিজেপি নেতা মহান্ত বালকনাথ দলীয় কাজে আলওয়ারে গিয়েছিলেন হেলিকপ্টারে চেপে। সেখান থেকে ফেরার সময়ই বিপত্তি। ভিডিয়োয় দেখা যাচ্ছে, হেলিকপ্টার সবেমাত্র কিছুটা উড়েছে, আর ঠিক তখনই নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন পাইলট। মাটি থেকে কিছুটা উপরেই বনবন করে ঘুরতে শুরু করে হেলিকপ্টার। নীচে তখন বিজেপি নেতা মহান্তের কর্মী-সমর্থকেরা আতঙ্কে চিৎকার জুড়ে দিয়েছেন অনেকেই। এর কিছু পরই অবশ্য পাইলট হেলিকপ্টারের নিয়ন্ত্রণ ফিরে পান।
মুখ ঘুরিয়ে গন্তব্যের দিকে এগিয়ে চলে হেলিকপ্টারটা। নীচে দাঁড়িয়ে থাকা কর্মী-সমর্থকেরাও নিশ্চিন্ত হন।
আরও পড়ুন: বিপন্ন ধর্ম-বিশ্বাস! অভিনয় ছাড়লেন দঙ্গল-কন্যা জায়রা, ঘোষণা সোশ্যাল মিডিয়ায়
#WATCH Alwar: Chopper with Alwar BJP MP Mahant Balaknath onboard appeared to have lost control but regained it later and flew off. #Rajasthan pic.twitter.com/aIHaIHTMuh
— ANI (@ANI) June 30, 2019