জ্বালানি তেল থেকে রান্নার গ্যাস, যে কোনও নিত্যপ্রয়োজনীয় জিনিসের মূল্যবৃদ্ধিতে কেন্দ্রকে লাগাতার নিশানা শানাচ্ছে বিরোধীরা। এ বার এ নিয়ে কটাক্ষ করলেন অল ইন্ডিয়া ইউনাইটেড ডেমোক্রেটিক ফ্রন্ট (এআইইউডিএফ)-এর প্রধান বদরুদ্দিন আজমল। তাঁর ব্যাখ্যা, সাধারণ মানুষের সমস্যা শাসক দলের নেতারা বুঝবেন না। বুঝবেন তাঁদের গৃহিণীরা।
প্রথমে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামণকে কটাক্ষ করে আজমল বলেন, ‘‘ভারতের অর্থ অর্থমন্ত্রীর কাছে। তিনি কী ভাবে জানবেন, এক জন সাধারণ মানুষকে জিনিস কিনতে কত খরচ করতে হচ্ছে?’’ এখানেই থামেননি আজমল। তিনি বলেন, ‘‘মুদ্রাস্ফীতি কী, সেটা কোনও মন্ত্রীই বুঝবেন না। কী ভাবে রান্নাঘর চলছে, সেটা জানতে বিজেপি সাংসদদের উচিত নিজেদের স্ত্রীদের জিজ্ঞেস করা।’’ তাঁর সংযোজন, ‘‘কেন্দ্রীয় সরকারের উচিত সাবধান হওয়া। নয়তো ২০২৪ সালে এই সরকারকেই মুদ্রাস্ফীতি খেয়ে ফেলবে।’’