Advertisement
২৭ এপ্রিল ২০২৪
BJP

‘কংগ্রেস সুভাষকে খুন করেছিল, এটা সত্য না-ও হতে পারে’

সাক্ষী শনিবার বলেন, ‘‘আমি বলব, কংগ্রেসই সুভাষচন্দ্র বসুকে খুন করেছিল।’’

বিজেপি সাংসদ সাক্ষী মহারাজ। -ফাইল ছবি।

বিজেপি সাংসদ সাক্ষী মহারাজ। -ফাইল ছবি।

সংবাদ সংস্থা
নয়াদিল্লি শেষ আপডেট: ২৪ জানুয়ারি ২০২১ ১৭:০৩
Share: Save:

নেতাজি সুভাষচন্দ্র বসুর মৃত্যুর জন্য কংগ্রেসকে সরাসরি অভিযুক্ত করার পরের দিনই উল্টো সুরে গাইলেন বিজেপি সাংসদ সাক্ষী মহারাজ। রবিবার বললেন, ‘‘এটা দলের বক্তব্য নয়। আমার ধারণা মাত্র। সত্য না-ও হতে পারে।’’

উত্তরপ্রদেশের উন্নাও কেন্দ্রের বিজেপি সাংসদ সাক্ষী শনিবার তাঁর কেন্দ্রে একটি জনসভায় বলেন, ‘‘আমি বলব, কংগ্রেসই সুভাষচন্দ্র বসুকে খুন করেছিল। মহাত্মা গাঁধীই বলুন বা পণ্ডিত জওহরলাল নেহরু, সুভাষচন্দ্রের জনপ্রিয়তার কাছাকাছি কেউই পৌঁছতে পারেননি।’’

২৪ ঘণ্টার মধ্যেই সেই সুর বদলে ফেলে রবিবার সাক্ষী বলেন, ‘‘ওই বক্তব্য আমার দলের নয়। এটা শুধুই আমার কায়াস (ধারণা)। এটা সত্য না-ও হতে পারে। তবে এটাই আমি বিশ্বাস করি।’’

পরে ওই প্রসঙ্গে এও বলেন, ‘‘ভারতের স্বাধীনতা সংগ্রামে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিলেন সুভাষচন্দ্র বসু। তাঁর মতো মানুষের মৃত্যু কেন এখনও রহস্যেই মোড়া রয়েছে? পণ্ডিত জওহরলাল নেহরু কেন ওই ঘটনার তদন্ত করালেন না? সুভাষচন্দ্রের মৃত্যু নিয়ে রহস্যের অবসান ঘটানো হোক। সত্য প্রকাশিত হোক। পণ্ডিত জওহরলাল নেহরু কখনওই জনপ্রিয়তায় সুভাষচন্দ্রের ধারেকাছে ছিলেন না।’’

শুধুই সুভাষচন্দ্র কেন, শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় ও লালবাহদুর শাস্ত্রীর মৃত্যু-রহস্যও উন্মোচিত হোক, দাবি জানিয়েছেন উন্নাওয়ের বিজেপি সাংসদ।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

BJP Netaji Subhash Chandra Bose
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE