রাজনৈতিক পথ আলাদা হলেও বন্ধুত্বে ছেদ পড়েনি। আমির খান এবং কিরণ রাওয়ের সম্পর্কের মতোই বিজেপি-শিবসেনার বন্ধুত্বও অটুট রয়েছে। প্রাক্তন শরিকের সঙ্গে তাদের সম্পর্ক নিয়ে এ বার আমির-কিরণের বিচ্ছেদ-পরবর্তী বন্দোবস্তের তুলনা টানলেন শিবসেনার মুখপাত্র সঞ্জয় রাউত। কার্যত আমির-কিরণের সুরেই জানালেন, তাদের মধ্যে মতানৈক্য থাকলেও বন্ধুত্ব সব সময়েই বজায় থাকবে। রবিবার মহারাষ্ট্রের প্রাক্তন মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফডণবীসের পর রাউতের এই মন্তব্য ফের ওই রাজ্যে পুরনো রাজনৈতিক জোটের ফিরে আসার জল্পনা উস্কে দিয়েছে।
সম্প্রতি ১৫ বছরের বিবাহিত জীবনে ইতি টেনেছেন আমির-কিরণ। বিচ্ছেদের পরে আইনত স্বামী-স্ত্রী না থাকলেও তাঁরা যে পরস্পরের বন্ধু থাকবেন এবং ছেলে আজাদের প্রতি দায়িত্ব একত্রে পালন করবেন, তা জানিয়েছেন। পুরনো শরিক শিবসেনা যে তাদের বন্ধু, আগেই দাবি করেছিলেন ফডণবীস। তার পর সোমবার রাউতের মন্তব্য, ‘‘আমরা ভারত-পাকিস্তান নই। আমির খান এবং কিরণ রাওকে দেখুন, (আমাদের সম্পর্ক) অনেকটা তাঁদের মতো। আমাদের (বিজেপি-শিবসেনা) রাজনৈতিক পথ আলাদা হতে পারে। কিন্তু বন্ধুত্ব বরাবরই অটুট থাকবে।’’