সোমবারই কি কংগ্রেসের সংশ্রব ছেড়ে তৃণমূলে যোগ দিতে পারেন প্রাক্তন রাষ্ট্রপতি প্রয়াত প্রণব মুখোপাধ্যায়ের ছেলে তথা কংগ্রেসের প্রাক্তন সাংসদ অভিজিৎ মুখোপাধ্যায়? সোমবার বিকেলে তৃণমূল ভবনে একটি সাংবাদিক বৈঠক ডাকা হয়েছে। সেখানে থাকবেন তৃণমূল সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায় ও দলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়। তাঁদের হাত ধরে এক বিশিষ্ট রাজনৈতিক ব্যক্তিত্ব তৃণমূলে যোগ দেবেন বলে জানানো হয়েছে। তৃণমূল সূত্রে খবর, তিনি সম্ভবত জঙ্গিপুরের প্রাক্তন কংগ্রেস সাংসদ অভিজিৎ।
কিছু দিন আগে থেকেই তৃণমূলের সঙ্গে অভিজিতের সম্পর্ক নিয়ে জল্পনা শুরু হয়েছিল। গত ২১ জুন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ক্যামাক স্ট্রিটের অফিসে গিয়ে তাঁর সঙ্গে দেখা করেন অভিজিৎ। পরে তিনি এই বিষয়ে কিছু না জানালেও তাঁর ঘনিষ্ঠমহল বৈঠকের কথা স্বীকার করে নিয়েছিল। অভিজিতের ঘনিষ্ঠ এক নেতা জানিয়েছিলেন, তৃণমূলে যাওয়ার বিষয়ে আলোচনা অনেক দূর এগিয়েছে। অভিষেকের সঙ্গে সাক্ষাতের দিন দশেক আগে জঙ্গিপুরে গিয়ে সাংসদ ও তৃণমূলের মুর্শিদাবাদ জেলা সভাপতি আবু তাহের, সাংসদ খলিলুর রহমান, দুই মন্ত্রী আখরুজ্জামান ও সাবিনা ইয়াসমিন, বিধায়ক ইমানি বিশ্বাস, প্রাক্তন বিধায়ক আমিরুল ইসলাম ও মহম্মদ সোহরাব-সহ তৃণমূলের অনেক নেতা-নেত্রীর সঙ্গেও সাক্ষাৎ করেছিলেন অভিজিৎ। সেই সময় দলবদলের সম্ভাবনা খারিজ করে অভিজিৎ ওই সাক্ষাৎকে ‘সৌজন্যমূলক’ বলে অভিহিত করেছিলেন। কিন্তু রাজনৈতিক মহলের একাংশের বক্তব্য, তখন থেকেই প্রণব-পুত্রের তৃণমূলে যোগ দেওয়ার পরিকল্পনা চলছিল। সেটাই এত দিনে বাস্তব হতে চলেছে।