Advertisement
E-Paper

পঞ্জাবের ক্যান্টনমেন্ট এলাকায় আধ ঘণ্টা ধরে ‘ব্ল্যাকআউট’-এর মহড়া, যুদ্ধের প্রস্তুতি!

ফিরোজ়পুরের ডেপুটি কমিশনার, ক্যান্টনমেন্টের সদর দফতরগুলিকে এই ‘ব্ল্যাকআউট’-এর মহড়ায় সহযোগিতা করার কথা বলে চিঠি দেন ক্যান্টনমেন্টের চিফ এগজিকিউটিভ অফিসার।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৪ মে ২০২৫ ২২:২০
ফিরোজ়পুর ক্যান্টনমেন্ট এলাকায় ‘ব্ল্যাকআউট’-এর মহড়া।

ফিরোজ়পুর ক্যান্টনমেন্ট এলাকায় ‘ব্ল্যাকআউট’-এর মহড়া। —প্রতিনিধিত্বমূলক চিত্র।

পহেলগাঁও কাণ্ডের পরে ভারত-পাকিস্তানের দ্বিপাক্ষিক সম্পর্কে টানাপড়েন চলছেই। এই আবহে পঞ্জাবের ফিরোজ়পুরে ক্যান্টনমেন্ট এলাকায় রাত ৯টা থেকে আধ ঘণ্টা আলো বন্ধ রেখে চলল ‘ব্ল্যাকআউট’-এর মহড়া। এই বিষয়ে বাসিন্দাদেরও সহযোগিতা করার অনুরোধ করেছে প্রশাসন। সীমান্ত এলাকায় এ হেন ঘটনার পরে প্রশ্ন উঠছে, এ কি তবে যুদ্ধের প্রস্তুতি?

সাধারণত যুদ্ধের সময়ে বা যুদ্ধের প্রস্তুতি হিসাবে ‘ব্ল্যাকআউট’ করা হয়। এলাকার সমস্ত আলো বন্ধ করে দেওয়া হয়, যাতে শত্রুপক্ষ বিমানহানা করতে না পারে। ঘরের আলো যাতে বাইরে থেকে দেখা না যায়, বাসিন্দাদের সে দিকে নজর রাখতে বলা হয়। রবিবার ৯টা থেকে সাড়ে ৯টা পর্যন্ত ফিরোজ়পুরের ক্যান্টনমেন্ট এলাকায় চলল সেই ‘ব্ল্যাকআউট’।

ফিরোজ়পুরের ডেপুটি কমিশনার, ক্যান্টনমেন্টের সদর দফতরগুলিকে এই ‘ব্ল্যাকআউট’-এর মহড়ায় সহযোগিতা করার কথা বলে চিঠি দেন ক্যান্টনমেন্টের চিফ এগজিকিউটিভ অফিসার। তিনি ‘পঞ্জাব স্টেট পাওয়ার কর্পোরেশন লিমিটেড’-কে নির্দিষ্ট সময়ে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করার কথাও বলেন। সে সময় নিরাপত্তার যাতে সব রকম ব্যবস্থা থাকে, তা সুনিশ্চিত করতেও বলেছেন ওই আধিকারিক। ফিরোজ়পুরের ডেপুটি কমিশনারকে দেওয়া চিঠিতে তিনি লিখেছেন, ‘‘যে ভাবে হুঁশিয়ারি এবং পাল্টা হুঁশিয়ারি চলছে, তার মাঝে ব্ল্যাকআউট নিয়ে প্রস্তুতি এবং কার্যকারিতা খতিয়ে দেখার জন্যই এই মহড়া।’’ প্রশাসনকে এই বিষয়ে প্রথমে অবহিত করার পরে সাধারণ মানুষকেও বিষয়টি নিয়ে বার্তা দেওয়া হয়। মাইক বাজিয়ে এলাকায় ঘোরে একটি ব্যাটারিচালিত রিকশা।

গত ২২ এপ্রিল পহেলগাঁওয়ে জঙ্গি হামলায় ২৬ জন প্রাণ হারিয়েছেন। বেশির ভাগই পর্যটক। এই নিয়ে পাকিস্তানের দিকে আঙুল তুলেছে ভারত। তার পরেই সে দেশের বিরুদ্ধে কড়া পদক্ষেপ করেছে নয়াদিল্লি। সিন্ধু জলচুক্তি বাতিল করা হয়েছে। সে দেশের নাগরিকদের স্বল্পমেয়াদি এবং মেডিক্যাল ভিসাও বাতিল করা হয়েছে। পাকিস্তানও পাল্টা কিছু পদক্ষেপ করেছে। পহেলগাঁও কাণ্ডের পর থেকে বার বার নিয়ন্ত্রণরেখায় যুদ্ধবিরতি লঙ্ঘন করছে তারা। এই আবহে গত কয়েক দিনে বেশ কয়েকটি উচ্চ পর্যায়ের বৈঠক করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। দেশের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংহ, নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল, প্রতিরক্ষা বাহিনীর প্রধান অনিল চৌহানের সঙ্গেও বৈঠকে বসেছেন। জল্পনা চলছে, তবে কি পাকিস্তানের বিরুদ্ধে এ বার প্রত্যাঘাত! এই আবহে সীমান্ত লাগোয়া ফিরোজ়পুর ক্যান্টনমেন্ট এলাকায় এই ‘ব্ল্যাকআউট’ মহড়ার পরে জোরালো হচ্ছে সেই জল্পনা।

Punjab Pahalgam Terror Attack Pakistan
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy