বিহারের নালন্দায় উদ্ধার হল মহিলার দেহ। পুলিশ সূত্রে জানা গিয়েছে, তাঁর পায়ে ১০টি পেরেকে গেঁথে দেওয়া হয়েছিল। পুলিশের সন্দেহ, খুনের আগে ধর্ষণ করা হয়েছে তাঁকে। মহিলার দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, চাণ্ডি থানার অন্তর্গত বাহাদুরপুর গ্রামে বুধবার হয়েছে ওই ঘটনা। বৃহস্পতিবার রাস্তার ধারে মহিলার দেহ দেখে থানায় খবর দেন গ্রামবাসীরা। চাণ্ডি থানার আধিকারিক সুমন কুমার জানিয়েছেন, ওই মহিলার দেহ কী ভাবে রাস্তার ধারে এল, তা খতিয়ে দেখছে পুলিশ। নির্যাতিতার নাম, পরিচয় এখনও জানতে পারেনি পুলিশ।
আরও পড়ুন:
এই ঘটনায় বিহারের জেডিইউ সরকারকে কটাক্ষ করেছেন বিরোধী দলনেতা তেজস্বী যাদব। তিনি অভিযোগ করেছেন, রাজ্যের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার মহিলাদের সুরক্ষা দিতে ব্যর্থ হয়েছেন। মহিলা নির্যাতন বৃদ্ধি পেয়েই চলেছে। বিহার সরকারের তরফে পাল্টা তেজস্বীর বাবা লালুপ্রসাদ যাদব এবং মা রাবড়ি দেবীর সরকারের আমলে দুর্নীতির অভিযোগ নিয়ে কটাক্ষ করা হয়েছে। তাদের তরফে দাবি করা হয়েছে, সে সময় ‘জঙ্গলরাজ’ চলত বিহারে।