Advertisement
২০ এপ্রিল ২০২৪
PUBG

পাবজি খেলতে খেলতে তীব্র উত্তেজনায় মৃত্যু কিশোরের!

টানা ৬ ঘণ্টা একটানা খেলা চলার পরে হেরে যায় সে।

অলঙ্করণ: তিয়াসা দাস

অলঙ্করণ: তিয়াসা দাস

সংবাদ সংস্থা
ভোপাল শেষ আপডেট: ৩১ মে ২০১৯ ১৯:২৫
Share: Save:

‘ক্যারি আউট দ্য ব্লাস্ট’! বলতে বলতেই মৃত্যুর কোলে ঢলে পড়ল ১৬ বছরের কিশোরটি। ঘটনাটি ঘটেছে মধ্যপ্রদেশের নিমুচ শহরে। বৃহস্পতিবার দুপুরে খেয়ে উঠেই মোবাইলে ‘পাবজি’ (প্লেয়ার আননোন’স ব্যাটল গ্রাউন্ড) খেলতে বসে ফুরখান কুরেশি। টানা ৬ ঘণ্টা একটানা খেলা চলার পরে হেরে যায় সে। এর পরেই উত্তেজিত হয়ে বাকি খেলোয়াড়দের উপর চিৎকার করতে থাকে ফুরখান। হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করেন।

‘পাবজি’ নামে এই অনলাইন গেম চালু হওয়ার পর থেকেই তার জনপ্রিয়তা তুঙ্গে। অচেনা একদল খেলোয়াড় মিলে একে অন্যের বিরুদ্ধে বা অন্য কোনও দলের বিরুদ্ধে চলে যুদ্ধ। যে দল জেতে তারা পায় চিকেন ডিনার ও লড়াই করার জন্য বিভিন্ন অস্ত্র। অত্যধিক আকর্ষণের জন্য খেলোয়াড়রা দিন-রাত তাদের মোবাইলে মগ্ন থাকে, পারিপার্শ্বিক জগতের দিকে কোনও খেয়াল থাকে না। এর ভয়ঙ্কর দিকের কথা মাথায় রেখে বহু দেশে খেলাটি নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে।

ঘটনার সময় ফুরখানের বোন ফিজা তার পাশেই বসেছিল। সে বলে, “আমার দাদা বন্ধুদের সঙ্গে পাবজি খেলছিল অনেক ক্ষণ ধরে। হঠাৎ ও বলতে থাকে, ‘ক্যারি আউট দ্য ব্লাস্ট।’ এর পরই সে কেঁদে হেডফোন ও ফোন ছুড়ে ফেলে দিয়ে বলে, ‘আয়ান, আমমি তোমার সঙ্গে খেলব না। আমি তোমার জন্যই খেলাটায় হেরে গেলাম।’

হৃদরোগ বিশেষঞ্জ অশোক জৈন বলেন, “ছেলেটিকে যখন হাসপাতালে আনা হয় তার কোনও পালস পাওয়া যাচ্ছিল না, আমরা ইলেকট্রিক শক ও ইঞ্জেকশন দিয়ে তার হৃদপিণ্ড সচল করার চেষ্টা করি। কিন্ত ব্যর্থ হই।’’

আরও পড়ুন: পাবজি খেলতে বাধা, স্বামীর কাছে ডিভোর্স চাইল স্ত্রী

দ্বাদশ শ্রেণির ছাত্র ফুরখান ভাল সাতারু ছিল। তার বাড়ির লোকেরা জানিয়েছেন, ফুরখানের কোনও হৃদরোগ ছিল না। তাদের বক্তব্য, তার এই আকস্মিক মৃত্যুর কারণ পাবজি-ই। খেলতে গিয়ে বেশি উত্তেজিত হয়ে পড়ায় অ্যাড্রিনালিন লেভেল বেড়েই এই দুর্ঘটনা। তার বাবার কাতর আর্তি: “এই ধরনের খেলা থেকে সবাই যেন দূরে থাকে।

এর আগেও পাবজি নিয়ে বহু অভিযোগ উঠেছে। নেপালের মতো ভারতেও এই খেলা বন্ধ করে দেওয়ার দাবি ওঠে। পাবজি খেলতে খেলতে মধ্যপ্রদেশের এক যুবকের জলের বদলে অ্যাসিড খেয়ে ফেলার ঘটনা যেমন ঘটেছে, তেমনই নার্ভের রোগ বা ট্রেনের ধাক্কায় মৃত্যুর সংখ্যাও কম নয়।

মনোবিদেরা পরামর্শ দিচ্ছেন, এই নেশা থেকে মুক্তি পেতে কয়েক দিন বা কয়েক সপ্তাহ এই গেম ও মোবাইল ফোন থেকে দূরে থাকতে হবে। অভিভাবকদের প্রতি তাঁদের পরামর্শ, সন্তানদের স্মার্টফোন ও ইন্টারনেট প্যাক কিনে দেওয়া থেকে বিরত থাকুন।

আরও পড়ুন: ডিভোর্স করে পাবজি পার্টনারের সঙ্গে থাকতে চান ১ বছরের শিশুর মা!

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

PUBG Online game addiction Tech
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE