করোনা অনেকের জীবনই ওলট পালট করে দিয়েছে। এমনই এক সম্ভাবনার মুখে পড়েছিলেন কেরলের এক তরুণী, বিয়েটাই বাতিল হতে বসেছিল। কিন্তু না, নিজের বিয়ের অনুষ্ঠান থেকে দূরে থাকতে হলেও সে দুঃখ ভুলিয়ে দিলেন করোনা কেয়ার সেন্টারের বাকি রোগীরা। ‘পাশে থাকার’ সেই ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে।
কেরলের বছর উনিশের ফাজিয়ার বিয়ে ছিল গত বৃহস্পতিবার। তার ঠিক আগেই হয় সংক্রমণ। জানা গিয়েছে, বিয়ের পোশাক কেনার জন্য বাজারে যাওয়ার তোড়জোড় চলার সময়েই অসুস্থ বোধ করায় তাঁকে চিকিৎসকের কাছে নিয়ে যাওয়া হয়। জানা যায়, তিনি করোনা পজিটিভ। বিয়ের এক দিন আগে, বুধবার ফাজিয়াকে নিয়ে যাওয়া হয় একটি করোনা কেয়ার সেন্টারে।
ফাজিয়া করোনা সেন্টারে থাকলেও তাঁর পরিবারের লোকেরা সিদ্ধান্ত নেন, ঠিক করা দিনেই হবে নিকাহ। যেহেতু নিকাহতে ফাজিয়ার উপস্থিতি বাধ্যতামূলক নয়, তাই তাঁর অনুপস্থিতিতেই একটি মসজিদে অনুষ্ঠানের আয়োজন করা হয়।