Advertisement
০৩ ডিসেম্বর ২০২৩
Telangana Assembly Election 2023

‘ইন্দিরার আমলের চেয়ে খারাপ পরিস্থিতি ভারত দেখেনি’, কংগ্রেসকে নিশানা করলেন কেসিআর

তেলঙ্গানায় কংগ্রেস প্রতিশ্রুতি দিয়েছে বিধানসভা ভোটে জিতলে ‘ইন্দিরাম্মা রাজ্যম’ (ইন্দিরা শাসনকাল) ফিরিয়ে আনার। তারই ‘জবাবে’ সোমবার কেসিআরের ওই মন্তব্য।

গ্রাফিক: সনৎ সিংহ।

আনন্দবাজার অনলাইন ডেস্ক
হায়দরাবাদ শেষ আপডেট: ২০ নভেম্বর ২০২৩ ১৮:৫৯
Share: Save:

একদা প্রধানমন্ত্রী মনমোহন সিংহের নেতৃত্বে ইউপিএ মন্ত্রিসভার সদস্য ছিলেন তিনি। ভারত রাষ্ট্র সমিতি (বিআরএস) সেই নেতা তথা তেলঙ্গানার মুখ্যমন্ত্রী কে চন্দ্রশেখর রাও (কেসিআর) এ বার কংগ্রেসকে নিশানা করতে গিয়ে সরাসরি প্রয়াত প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীকে নিশানা করলেন!

সোমবার তেলঙ্গানা বিধানসভা ভোটের প্রচারে কেসিআর বলেন, ‘‘ইন্দিরা গান্ধীর প্রধানমন্ত্রিত্বের সময়ের চেয়ে খারাপ পরিস্থিতি ভারতে কখনও হয়নি। ইন্দিরার আমলে দেশ অনাহারে মৃত্যু, নকশাল আন্দোলন এবং এনকাউন্টারে দেশে ভয়াবহ অবস্থা হয়েছিল।’’ তেলঙ্গানায় কংগ্রেস প্রতিশ্রুতি দিয়েছে বিধানসভা ভোটে জিতলে ‘ইন্দিরাম্মা রাজ্যম’ (ইন্দিরা শাসনকাল) ফিরিয়ে আনার। তারই ‘জবাবে’ সোমবার কেসিআরের ওই মন্তব্য।

আগামী ৩০ নভেম্বর তেলঙ্গানা বিধানসভার ১১৯টি আসনেই এক দফায় ভোটগ্রহণ হবে। গণনা আগামী ৩ ডিসেম্বর দেশের অন্য চার রাজ্য— মধ্যপ্রদেশ, ছত্তীসগঢ়, রাজস্থান এবং মিজ়োরামের সঙ্গে। কাগজে-কলমে বিআরএস, কংগ্রেস এবং বিজেপির মধ্যে ‘ত্রিমুখী’ লড়াই হলেও বিভিন্ন জনমত সমীক্ষার পূর্বাভাস মূল লড়াই হতে চলেছে কেসিআর এবং রাহুল গান্ধীর দলের মধ্যে। তার প্রচারের শেষবেলায় তিনি ৫০ বছরের কংগ্রেসি শাসনের বঞ্চনার’ কথা তুলে সরব হয়েছেন বলে রাজনৈতিক পর্যবেক্ষকদের একাংশের মত।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on: Save:
Advertisement

Share this article

CLOSE