জম্মু ও কাশ্মীরের নিয়ন্ত্রণরেখায় (এলওসি) সন্ত্রাসবাদী অনুপ্রবেশ এবং পাকিস্তানি হামলা ঠেকাতে এ বার নতুন কৌশল নিচ্ছে ভারতীয় সীমান্তরক্ষী (বিএসএফ)। পাক অধিকৃত কাশ্মীর লাগোয়া গ্রামগুলির যুবকদের দেওয়া হচ্ছে আগ্নেয়াস্ত্র চালানোর প্রশিক্ষণ।
সন্ত্রাসবাদী তৎপরতা ঠেকানো এবং অনুপ্রবেশে নজরদারির উদ্দেশে এলওসি সংলগ্ন গ্রামগুলিতে ‘ভিলেজ ডিফেন্স ফোর্স’ (ভিজিডি) গড়ার কাজ শুরু হয়েছিল কয়েক বছর আগেই। এ বার সেই গ্রামরক্ষী বাহিনীর তরুণ-তরুণীদের ৭.৬২ এসএলআর, ৫.৫৬ ইনসাসের মতো স্বয়ংক্রিয় আগ্নেয়াস্ত্র ব্যবহারেও পারঙ্গম করে তুলতে সক্রিয় হয়েছে বিএসএফ।
আরও পড়ুন:
বিএসএফের একটি সূত্রে জানাচ্ছে, পাক সেনার নর্দার্ন লাইট ইনফ্যান্ট্রি এবং লশকর-এ-ত্যায়বা, জইশ-এ-মহম্মদের মতো সন্ত্রাসবাদী গোষ্ঠীগুলির যৌথবাহিনী ‘বর্ডার অ্যাকশন টিম’ (ব্যাট) নিয়মিত হামলা চালায় নিয়ন্ত্রণরেখায়। ওই ঘাতক বাহিনীর হামলায় গ্রামবাসী এবং সেনা-বিএসএফের জওয়ানদের মৃত্যুর ঘটনাও ঘটেছে বেশ কয়েক বার। এই পরিস্থিতিতে গ্রামরক্ষী বাহিনীর সাহায্যে এলওসি-তে রাত্রিকালীন নজরদারি বাড়াতে বিশেষ ভাবে নজর দেওয়া হয়েছে। আর সে কারণেই গুরুত্ব পাচ্ছে স্বয়ংক্রিয় আগ্নেয়াস্ত্রের প্রশিক্ষণ।