Advertisement
E-Paper

গুজরাতে ৬ আসনের উপনির্বাচনে চারটেতেই পিছিয়ে বিজেপি, বিহারে শরিক জেডিইউ পিছিয়ে ৪ আসনে

ভোটগণনায় এখনও পর্যন্ত ইঙ্গিত, মুখ্যমন্ত্রী নীতীশ কুমারের রাজ্যে বিজেপির জোট শরিক সংযুক্ত জনতা দল এ বার গত বারের জেতা চারটি আসন খুইয়েছে। আর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর রাজ্য গুজরাতে গত বারের জেতা দু’টি আসন থারাড ও অমরায়বাদি এ বার দখলে রাখতে পারেনি শাসকদল বিজেপি।

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ২৪ অক্টোবর ২০১৯ ১৭:২৩
ভোটগ্রহণের পর ফিরছেন ভোটকর্মীরা। ছবি-পিটিআই।

ভোটগ্রহণের পর ফিরছেন ভোটকর্মীরা। ছবি-পিটিআই।

মহারাষ্ট্র হরিয়ানা বিধানসভা ভোটের মতো ১৭টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চল পুদুচেরীর ৫১টি বিধানসভা ও দু’টি লোকসভা আসনের উপনির্বাচনের ফলাফলেও থাকল কিছুটা চমক। ৩০টি বিধানসভা আসনের উপনির্বাচনে বিজেপি ও তার শরিক দলগুলি এগিয়ে থাকলেও হাতে থাকা দু’টি রাজ্য বিহার ও গুজরাতে কিছুটা হতাশ হতে হল বিজেপিকে।

ভোটগণনায় এখনও পর্যন্ত ইঙ্গিত, মুখ্যমন্ত্রী নীতীশ কুমারের রাজ্যে বিজেপির জোট শরিক সংযুক্ত জনতা দল এ বার গত বারের জেতা চারটি আসন খুইয়েছে। আর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর রাজ্য গুজরাতে গত বারের জেতা দু’টি আসন থারাড ও অমরায়বাদি এ বার দখলে রাখতে পারেনি শাসকদল বিজেপি। যে ৬টি আসনে উপনির্বাচন হয়েছিল, তার মধ্যে ৪টিতে কংগ্রেস এগিয়ে রয়েছে। ৫১টি বিধানসভা আসনের উপনির্বাচনে কংগ্রেস জিততে চলেছে ১২টিতে।

মহারাষ্ট্রে এ বারও বিজেপি-শিবসেনা জোট ক্ষমতায় ফিরছে বটে, তবে অনেকগুলি আসন জোটের হাতছাড়া হয়েছে। আর হরিয়ানায় বিজেপির সঙ্গে প্রায় সমানে সমানে লড়ছে কংগ্রেস। দুষ্যন্ত চৌটালার দল জননায়ক জনতা পার্টির (জেজেপি) সঙ্গে কংগ্রেসের রফা হয়ে গেলে এ বার হরিয়ানায় আর ক্ষমতায় ফিরতে পারবে না বিজেপি।

যে ১৭টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে এ বার বিধানসভা আসনগুলিতে উপনির্বাচন হয়েছিল, তাদের মধ্যে রয়েছে উত্তরপ্রদেশ (১১টি), গুজরাত (৬টি), বিহার (৫টি), অসম ও পঞ্জাব (৪টি করে), কেরল (৫টি), সিকিম (৩টি), রাজস্থান, হিমাচল প্রদেশ ও তামিলনাড়ু (২টি করে), অরুণাচল প্রদেশ, মধ্যপ্রদেশ, ওড়িশা, ছত্তীসগঢ়, পুদুচেরী, মেঘালয় ও তেলঙ্গানা (১টি করে)।

উত্তরপ্রদেশে যে ১১টি বিধানসভা আসনে উপনির্বাচন হয়েছিল, তার মধ্যে সাতটিতে এগিয়ে রয়েছে বিজেপি। একটিতে এগিয়ে রয়েছে শরিক দল আপনা দল (এস)। সমাজবাদী পার্টি এগিয়ে রয়েছে দু’টি এবং বহুজন সমাজ পার্টি এগিয়ে রয়েছে একটি আসনে। তবে গাঙ্গো আসনের ফলাফল নিয়ে বিতর্ক দেখা দিয়েছে। দিনভর ওই আসনে এগিয়ে ছিল কংগ্রেস। বিকেলের দিকে ওই আসনে এগিয়ে যায় বিজেপি। কংগ্রেস নেত্রী প্রিয়ঙ্কা গাঁধী বঢরার অভিযোগ, বিকেলে কেন্দ্রের একটি গণনাকেন্দ্র থেকে জোর করে বের করে দেওয়া হয় কংগ্রেস প্রার্থীকে।

আরও পড়ুন- মহারাষ্ট্রে ক্ষমতায় ফিরলেও স্তিমিত গেরুয়া হাওয়া, দর বাড়াচ্ছে শিবসেনা, শক্তিবৃদ্ধি বিরোধীদের

আরও পড়ুন- মুখ্যমন্ত্রী খট্টরকে দিল্লিতে তলব অমিতের, ইস্তফা দিতে চাইলেন হরিয়ানার বিজেপি প্রধান​

যে ৬টি বিধানসভা আসনে এ বার উপনির্বাচন হয়েছে গুজরাতে, তাদের মধ্যে মাত্র দু’টিতে এগিয়ে রয়েছে বিজেপি। বাকি চারটিতেই এগিয়ে রয়েছে কংগ্রেস। গত বিধানসভায় ৬টির মধ্যে চারটি আসনই ছিল বিজেপির দখলে। কংগ্রেসের ছিল মাত্র দু’টি আসন।

বিহারে যে ৫টি আসনে উপনির্বাচন হয়েছিল, তাদের মধ্যে বিজেপির জোট শরিক সংযুক্ত জনতা দল পিছিয়ে রয়েছে গত বারের জেতা চারটি আসন- সিমারি বখতিয়ারপুর, দারাউন্দা, নাথনগর ও বেলহারে।

Bihar Gujarat BJP Congress বিহার গুজরাত
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy