ওবিসি ভোটকে পাখির চোখ করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী লাল কেল্লা থেকে বিশ্বকর্মা প্রকল্পের কথা ঘোষণা করেছিলেন। আজ কেন্দ্রীয় মন্ত্রিসভা ১৩ হাজার কোটি টাকার এই প্রকল্পে অনুমোদন দিল। প্রধানমন্ত্রীর ঘোষণা অনুযায়ী, আগামী ১৭ সেপ্টেম্বর বিশ্বকর্মা পুজোর দিন এই প্রকল্প শুরু হবে।
বিশ্বকর্মা প্রকল্পে কুমোর, কামার, রাজমিস্ত্রি, দর্জিদের মতো পারিবারিক প্রথা মেনে কাজ করে চলা কারিগরদের জন্য ২ লক্ষ টাকা পর্যন্ত ভর্তুকিতে ঋণ দেওয়া হবে। দক্ষতা বৃদ্ধির প্রশিক্ষণের ক্ষেত্রে ৫০০ টাকা করে বৃত্তি দেওয়া হবে। আধুনিক যন্ত্রপাতি কেনার জন্য ১৫ হাজার টাকা অর্থসাহায্য দেওয়া হবে। প্রথম দফায় মাত্র ৫ শতাংশ সুদে ১ লক্ষ টাকা পর্যন্ত ঋণ দেওয়া হবে। দ্বিতীয় দফায় ২ লক্ষ টাকা পর্যন্ত ঋণ মিলবে।
সরকারি সূত্রের বক্তব্য, দেশের জনসংখ্যার অর্ধেকের কাছাকাছি হল ওবিসি সম্প্রদায়। সেই সমাজের একটি বড় অংশই এই সব পেশার সঙ্গে যুক্ত। লোকসভা ভোটের দিকে তাকিয়ে তাঁদের জন্যই এই বিশ্বকর্মা প্রকল্প নিয়ে আসা হচ্ছে। ওবিসি-দের সঙ্গে মুসলিমদের মধ্যে অনগ্রসর পসমন্দা সমাজের ভোটব্যাঙ্ককেও এই প্রকল্পের মাধ্যমে ঝুলিতে পুরতে চাইছেন নরেন্দ্র মোদী। কেন্দ্রীয় মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব অবশ্য জানিয়েছেন, প্রধানমন্ত্রীর ‘সবকা সাথ, সবকা বিশ্বাস'’-এর নীতি মেনে জাতি-ধর্ম নির্বিশেষে সকলে এই সুবিধা পাবেন।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)