Advertisement
১১ মে ২০২৪
Odisha

Odisha: নবীনের নির্দেশে ইস্তফা দিলেন ওড়িশার সব মন্ত্রী, রবিবার শপথ নয়া মন্ত্রিসভার

সূত্রের খবর, মুখ্যমন্ত্রী নবীন পট্টানায়কের ‘বার্তা’ পেয়ে মন্ত্রীদের পাশাপাশি বিধানসভার স্পিকার সূর্যনারায়ণ পাত্রও ইস্তফা দিয়েছেন।

নবীন পট্টনায়ক।

নবীন পট্টনায়ক। ফাইল চিত্র।

সংবাদ সংস্থা
ভুবনেশ্বর শেষ আপডেট: ০৪ জুন ২০২২ ১৭:০৪
Share: Save:

মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়কের নির্দেশ মেনে ইস্তফা দিলেন ওড়িশা মন্ত্রিসভার সব সদস্য। সংবাদ সংস্থা এএনআই জানিয়েছে, রবিবার দুপুর ১২টায় রাজ্যের নতুন মন্ত্রিসভা শপথ নেবে। শাসক দল বিজেডি সূত্রের খবর, মন্ত্রিসভা এবং সংগঠনের খোলনলচে পাল্টানোর উদ্দেশ্যেই তাঁর এই পদক্ষেপ।বিদায়ী নবীন মন্ত্রিসভার সদস্যের সংখ্যা ২০। মন্ত্রীদের প্রত্যেককেই শনিবার সকালে ইস্তফার নির্দেশ দেওয়া হয়। মন্ত্রীদের পাশাপাশি রাজ্য বিধানসভার স্পিকার সূর্যনারায়ণ পাত্রও ইস্তফা দিয়েছেন বলে প্রকাশিত কয়েকটি খবরে দাবি। যদিও সরকারি ভাবে এখনও এ বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা হয়নি।

২০১৯-এর বিধানসভা ভোটে জিতে টানা পঞ্চমবার ওড়িশার মুখ্যমন্ত্রী পদে শপথ নিয়েছেন নবীন। মন্ত্রিসভায় এ বার নবীন বেশ কয়েক জন নতুন প্রজন্মের নেতাকে আনতে চান বলে তাঁর ঘনিষ্ঠমহল সূত্রের খবর।

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তেফলো করুন আমাদের Google News, Twitter এবং Instagram পেজ

অন্য বিষয়গুলি:

Odisha naveen patnaik BJD
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE