ডোনাল্ড ট্রাম্প এবং নরেন্দ্র মোদীর বন্ধুত্ব ‘দুর্দান্ত’। ভারত এবং আমেরিকার সম্পর্কও ‘মজবুত’। শুল্ক নিয়ে ভারত-মার্কিন সম্পর্কে টানাপড়েনের আবহে এমনই দাবি করলেন ইজ়রায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। একই সঙ্গে জানালেন, ট্রাম্পকে কী ভাবে সামলাতে হয়, তা নিয়ে গোপনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে কিছু পরামর্শ দিতে চান তিনি।
বৃহস্পতিবার ভারতীয় সাংবাদিকদের একটি দলের সঙ্গে আলাপচারিতা করেন নেতানিয়াহু। ৪৫ মিনিটের কথোপকথনে নানা বিষয় উঠে আসে। আসে গাজ়া এবং ‘অপারেশন সিঁদুর’-এর প্রসঙ্গও। নেতানিয়াহু জানান, ‘অপারেশন সিঁদুর’-এর আগে ভারতকে সামরিক সরঞ্জাম সরবরাহ করেছিল ইজ়রায়েল। সেগুলির সবকটিই ‘ভাল ভাবে’ কাজ করেছে বলে জানিয়েছেন তিনি।
আরও পড়ুন:
গাজ়া ভূখণ্ড নিয়ে নিজের পরিকল্পনার কথা জানিয়ে নেতানিয়াহু বলেন, “আমাদের গাজ়া দখল করার কোনও পরিকল্পনা নেই। আমাদের লক্ষ্য কেবল হামাসকে শেষ করা এবং পণবন্দি হয়ে থাকা আমাদের দেশের নাগরিকেদের ফিরিয়ে আনা। এটা স্পষ্ট যে, আমরা গাজ়াকে কখনওই হামাস কিংবা প্যালেস্টাইনি কর্তৃপক্ষের হাতে ছাড়ব না।” নেতানিয়াহু এ-ও জানিয়েছেন যে, তাঁরা খুব দ্রুত যুদ্ধ শেষ করতে চান।
নয়াদিল্লির সঙ্গে সম্পর্কের প্রশ্নে নেতানিয়াহু বলেন, “ভারতের সঙ্গে আমাদের সম্পর্ক খুবই শক্তিশালী। এটা আমি হৃদয় থেকে বলছি। প্রধানমন্ত্রী মোদীর নেতৃত্বে ভারত তথাকথিত নিরপেক্ষতার অবস্থান থেকে সরে এসেছে। এখন ইজ়রায়েল আর ভারত দারুণ বন্ধু।” সীমান্ত পারের সন্ত্রাস আটকাতে ইজ়রায়েল আকাশপথে নজরদারির নয়া সরঞ্জাম ভারতের হাতে তুলে দিতে চায় বলেও জানিয়েছেন সে দেশের প্রধানমন্ত্রী।