দিল্লি-মুম্বই এক্সপ্রেসওয়ে ধরে দুরন্ত গতিতে ছুটছিল গাড়ি। শুক্রবার সকালে আচমকাই মাহি নদীর কাছে খাড়িতে পড়ে যায় গাড়িটি। পুলিশ সূ্ত্রে জানা গিয়েছে, নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন চালক। দুর্ঘটনায় প্রাণ হারান পাঁচ জন। তাঁদের মধ্যে ১৫ বছরের এক কিশোর এবং ৬০ বছরের এক বৃদ্ধ রয়েছেন।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, শুক্রবার সকাল ৭টা নাগাদ ভীমপুরা গ্রামের কাছে এই দুর্ঘটনা হয়। দিল্লি থেকে গুজরাতে যাচ্ছিল গাড়িটি। সিসি ক্যামেরার ফুটেজে দেখা গিয়েছে, এক্সপ্রেসওয়ের রেলিং ভেঙে সেটি খাড়িতে পড়ে যায়। ধাক্কার অভিঘাত এতটাই ছিল যে, গাড়ির সামনের অংশ এবং ছাদ দুমড়ে মুচড়ে গিয়েছে। দুর্ঘটনাস্থল থেকে কিছু দূরে পড়েছিল গাড়ির নম্বর প্লেট।
আরও পড়ুন:
স্থানীয়েরা এসে গাড়ি থেকে টেনে বার করেন যাত্রীদের দেহ। খবর দেওয়া হয় থানায়। রতলামের এক হাসপাতালে দেহগুলি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। কী ভাবে হল দুর্ঘটনা, তা খতিয়ে দেখছে পুলিশ।