বেঙ্গালুরুতে পদপিষ্ট হয়ে ১১ জনের মৃত্যুর ঘটনায় মামলা দায়ের করা হল রয়াল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর (আরসিবি) বিরুদ্ধে। মামলা হয়েছে কর্নাটকের স্টেট ক্রিকেট অ্যাসোসিয়েশনের (কেএসসিএ) বিরুদ্ধেও। আদালতে কর্নাটক সরকার জানিয়েছে, এই ঘটনার তদন্তভার দেওয়া হয়েছে সিআইডি-কে। গঠন করা হচ্ছে বিশেষ তদন্তকারী দলও (সিট)। সূত্রের খবর, আরসিবি-র সমাজমাধ্যমের পাতায় বুধবার বিকেল ৩টে ১৪ মিনিটে যে পোস্টটি করা হয়েছিল, তা তদন্তকারীদের নজরে রয়েছে। ইতিমধ্যে কর্নাটক সরকার ম্যাজিস্ট্রেট পর্যায়ের তদন্তেরও নির্দেশ দিয়েছে। ১৫ দিনের মধ্যে সেই তদন্ত শেষ করতে হবে বলে বুধবারই জানিয়েছিলেন কর্নাটকের মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া। কর্নাটক হাই কোর্ট এই ঘটনায় বৃহস্পতিবার স্বতঃপ্রণোদিত মামলা দায়ের করেছে। শুনানি হয়েছে ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি ভি কামেশ্বর রাও এবং বিচারপতি সিএম জোশির ডিভিশন বেঞ্চে।
বেঙ্গালুরুর কব্বন পার্ক থানার পুলিশ এই ঘটনায় স্বতঃপ্রণোদিত ভাবে মামলা রুজু করেছে। ডিসিপি সেন্ট্রাল জানিয়েছেন, মামলায় অভিযুক্ত হিসাবে আরসিবি, কেএসসিএ-সহ একাধিক প্রতিষ্ঠান রয়েছে। তাঁদের বিরুদ্ধে অপরাধমূলক অবহেলার অভিযোগ আনা হয়েছে। ভারতীয় ন্যায় সংহিতার একাধিক ধারায় এই মামলা রুজু হয়েছে।
আরও পড়ুন:
১৭ বছরের অপেক্ষার পর ১৮তম বছরে আইপিএল ট্রফি জিতেছে আরসিবি। সমর্থকেরা দীর্ঘ ১৭ বছর এই জয় দেখার জন্য অপেক্ষা করেছিলেন। মঙ্গলবার আইপিএল জেতার পর বুধবার বিজয়োৎসবের বন্দোবস্ত করেছিল কর্নাটক সরকার। সেখানে বিশৃঙ্খলা তৈরি হয়। চিন্নাস্বামী স্টেডিয়ামের বাইরে ভিড়ের চাপে পদপিষ্ট হয়ে ১১ জনের মৃত্যু হয়েছে। আহতের সংখ্যা ৪০-এর বেশি। কর্নাটক সরকার মৃতদের পরিবারের জন্য ১০ লক্ষ টাকা করে ক্ষতিপূরণ ঘোষণা করেছে। মৃতদের বয়স ১৩ থেকে ৩৩ বছরের মধ্যে।
বুধবার বিকেল ৩টে ১৪ মিনিট নাগাদ আরসিবি সমাজমাধ্যমে একটি পোস্ট করেছিল। সেখানে বলা হয়েছিল, বিকেল ৫টা থেকে বিজয়মিছিল শুরু হবে। তার পর চিন্নাস্বামী স্টেডিয়ামে হবে বিজয়োৎসব। এই অনুষ্ঠানের জন্য বিনামূল্যে ‘পাস’ দেওয়ার ব্যবস্থাও করা হয়েছিল। আরসিবি-র পোস্টেই তার লিঙ্ক দিয়ে দেওয়া হয়। অভিযোগ, কর্নাটকের পুলিশ বুধবারের পরিবর্তে রবিবার বিজয় মিছিলের আয়োজন করতে বলেছিল। কিন্তু আরসিবি তা শোনেনি। তাদের ওই পোস্টের পর থেকেই চিন্নাস্বামীর বাইরে ভিড় বাড়তে শুরু করে বলে অভিযোগ। পুলিশি সতর্কতা এড়িয়েও কেন এই পোস্ট করা হল, কেন কর্মসূচির কথা এ ভাবে ঘোষণা করে দেওয়া হল, প্রশ্ন উঠেছে। তদন্তকারীরা বিষয়গুলি খতিয়ে দেখবেন।