Advertisement
৩০ এপ্রিল ২০২৪
JEE

জয়েন্ট এন্ট্রান্স এবং ডাক্তারি প্রবেশিকা পরীক্ষার দিন ঘোষণা করল কেন্দ্র

জয়েন্ট এন্ট্রান্স মেইন পরীক্ষায় যাঁরা ভাল ফল করবেন, আইআইটি-তে তাঁদের ভর্তির পরীক্ষা হবে অগস্ট মাসে।

জয়েন্ট ও ডাক্তারি পরীক্ষার দিন ঘোষণা। —ফাইল চিত্র।

জয়েন্ট ও ডাক্তারি পরীক্ষার দিন ঘোষণা। —ফাইল চিত্র।

সংবাদ সংস্থা
নয়াদিল্লি শেষ আপডেট: ০৫ মে ২০২০ ১৫:২১
Share: Save:

করোনা সঙ্কটের মধ্যেই অল ইন্ডিয়া জয়েন্ট এন্ট্রান্স মেইন এবং ডাক্তারি প্রবেশিকা পরীক্ষার দিন ঘোষণা করল কেন্দ্রীয় সরকার। আগামী ১৮ থেকে ২৩ জুলাই পর্যন্ত জয়েন্ট এন্ট্রান্স মেইন পরীক্ষা হবে। ডাক্তারি প্রবেশিকা পরীক্ষা হবে ২৬ জুলাই।

জয়েন্ট এন্ট্রান্স মেইন পরীক্ষায় যাঁরা ভাল ফল করবেন, আইআইটি-তে তাঁদের ভর্তির পরীক্ষা হবে অগস্ট মাসে। তবে তার দিন ক্ষণ এখনও ঠিক হয়নি। সময় মতো জানিয়ে দেওয়া হবে।

দেশ জুড়ে করোনা সঙ্কটের মধ্যে পরীক্ষা নিয়ে এমনিতেই আশঙ্কায় ভুগছিলেন পড়ুয়ারা। ভিডিয়ো কনফারেন্সে এ দিন তাঁদের আশ্বস্ত করেন কেন্দ্রীয় মানব সম্পদ উন্নয়ন মন্ত্রী রমেশ পোখরিয়াল নিশাঙ্ক। সমস্ত দুশ্চিন্তা সরিয়ে রেখে পড়ুয়াদের পরীক্ষার প্রস্তুতি নিতে আর্জি জানান তিনি। প্রয়োজনে ‘স্বয়ম,’ ‘দীক্ষা,’-র মতো ডিজিটাল প্ল্যাটফর্মের সাহায্য নিতে বলেন।

আরও পড়ুন: অজমের থেকে ফিরলেন শ্রমিকরা, ১৪ জেলায় পৌঁছে দিচ্ছে রাজ্য​

আরও পড়ুন: দেশে ফিরতে হুড়োহুড়ি, আমিরশাহি থেকেই ২ লক্ষ আবেদন​

যে সমস্ত এলাকায় ইন্টারনেট সংযোগ নেই, সেখানে স্বয়ম প্রভা টিভি চ্যানেলগুলির মাধ্যমে পরীক্ষার প্রস্তুতি নেওয়া যাবে বলেও জানান রমেশ পোখরিয়াল নিশাঙ্ক।

ন্যাশনাল টেস্টিং এজেন্সি (এনটিএ)-এর তত্ত্বাবধানেই জয়েন্ট এন্ট্রান্স মেইন এবং ডাক্তারি প্রবেশিকা পরীক্ষা হয়। তারা জানিয়েছে, এ বছর ৯ লক্ষের বেশি পড়ুয়া জয়েন্ট এন্ট্রান্স মেইন পরীক্ষায় বসতে চলেছেন। ডাক্তারি প্রবেশিকা পরীক্ষায় বসতে চলেছেন ১৫ লক্ষ ৯৩ হাজার পড়ুয়া।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

JEE NEET Coronavirus Lockdown
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE