ক্ষেপণাস্ত্রের যন্ত্রাংশ আমদানি করতে গিয়ে আদানি গোষ্ঠীর বিরুদ্ধে কর ফাঁকির যে অভিযোগ উঠেছে, তা নিয়ে তদন্ত করছে কেন্দ্র। সংবাদ সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।
আদানি ডিফেন্স সিস্টেমস অ্যান্ড টেকনোলজিস ভারতীয় সেনার জন্য ক্ষেপণাস্ত্র, ড্রোন, ছোট মাপের অস্ত্র তৈরি করে। তাদের বিরুদ্ধে অভিযোগ, তারা ক্ষেপণাস্ত্র তৈরির জন্য কিছু যন্ত্রাংশ বিদেশ থেকে আমদানি করেছিল। সংস্থার দাবি, এই ধরনের পণ্য আমদানির ক্ষেত্রে শুল্কে ছাড় রয়েছে। অভিযোগ, এ ভাবে প্রায় ৭৭ কোটি টাকার শুল্ক ও কর ফাঁকি দিয়েছে তারা। আদানি ডিফেন্সের এই কাজ নিয়ে মার্চে ভারতের ডিরেক্টরেট অব রেভিন্যু ইনটেলিজেন্স তদন্ত শুরু করে। একটি সরকারি সূত্র রয়টার্সকে জানিয়েছে, স্বল্প পাল্লার ভূমি থেকে আকাশ ক্ষেপণাস্ত্রের জন্য যন্ত্রাংশ আমদানি করতে ১০% আমদানি শুল্ক ও ১৮% স্থানীয় কর দেওয়ার কথা। কিন্তু আদানি সংস্থার তরফে দেখানো হয়, দূরপাল্লার ক্ষেপণাস্ত্রের জন্য ওই যন্ত্রাংশ আনা হয়েছে, যাতে কর মকুব রয়েছে। আদানি গোষ্ঠী অবশ্য রয়টার্সকে ২০২৫ সালের সেপ্টেম্বরে কেন্দ্রের নিয়ম বদলের কথা জানিয়েছে। সেখানে বলা হয়েছে, কোনও শুল্ক ছাড়াই সব ধরনের ক্ষেপণাস্ত্রের যন্ত্রাংশ আমদানি করা যেতে পারে।
বিবৃতিতে আদানি গোষ্ঠী জানায়, পণ্য আমদানির বহিঃশুল্ক নিয়ে তাদের বক্তব্য সম্পর্কে ডিরেক্টরেটের তরফে কিছু ব্যাখ্যা চাওয়া হয়েছিল। নথি সহযোগে সে ব্যাখ্যা দেওয়া হয়। বিষয়টি মিটে গিয়েছে, দাবি আদানি গোষ্ঠীর এক মুখপাত্রের। সাধারণত কর ফাঁকির জন্য সংশ্লিষ্ট সংস্থাকে ১০০% জরিমানা করা হয়। ব্যাপারটির ফয়সালা করতে অর্থ দিতে হয়েছে? কিছু বলেননি ওই মুখপাত্র।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)