Advertisement
০৬ মে ২০২৪
COVID-19

Covid-19: সবচেয়ে খারাপ সময় পেরিয়ে এসেছে দেশ, দ্বিতীয় কোভিড ঢেউ নিয়ে দাবি করল কেন্দ্র

কেন্দ্র জানিয়েছে, এপ্রিলের প্রথম সপ্তাহে ভারতে ২০০-র কম জেলায় সংক্রমণের হার ছিল ১০ শতাংশের বেশি। এপ্রিলের শেষে সংখ্যাটা হয় ৬০০ জেলা।

কেন্দ্র জানিয়েছে, দেশের সাড়ে ৩০০ জেলায় সংক্রমণের হার ৫ শতাংশের নীচে

কেন্দ্র জানিয়েছে, দেশের সাড়ে ৩০০ জেলায় সংক্রমণের হার ৫ শতাংশের নীচে ফাইল চিত্র।

সংবাদ সংস্থা
নয়াদিল্লি শেষ আপডেট: ০২ জুন ২০২১ ১৪:২৬
Share: Save:

দেশে কোভিড সংক্রমণের দ্বিতীয় ঢেউ তার শিখর পেরিয়ে গিয়েছে বলেই জানাল কেন্দ্র। ভারতের অর্ধেক জেলায় সংক্রমণের হার ৫ শতাংশের নীচে, অর্থাৎ দ্বিতীয় ঢেউয়ের সব থেকে খারাপ সময় দেশ পেরিয়ে এসেছে বলেই দাবি করেছে কেন্দ্র।

বুধবার ইন্ডিয়ান কাউন্সিল অব মেডিক্যাল রিসার্চ (আইসিএমআর)-এর ডিরেক্টর জেনারেল বলরাম ভার্গব বলেছেন, ‘‘বুধবার দেশের অন্তত সাড়ে ৩০০ জেলায় সংক্রমণের হার ৫ শতাংশের নীচে। ১৪৫ জেলায় সংক্রমণের হার ৫ থেকে ১০ শতাংশের মধ্যে। যদিও এখনও ২৩৯টি জেলা রয়েছে, যেখানে সংক্রমণের হার ১০ শতাংশের বেশি।’’

কেন্দ্র জানিয়েছে, এপ্রিলের প্রথম সপ্তাহে ভারতে ২০০-র কম জেলায় সংক্রমণের হার ছিল ১০ শতাংশের বেশি। কিন্তু এপ্রিলের শেষে সংখ্যাটা লাফিয়ে দাঁড়ায় প্রায় ৬০০। সেই সংখ্যা ফের অনেকটাই কমেছে।

ভার্গব বলেন, ‘‘আমরা সঠিক পথেই এগোচ্ছি। নমুনা পরীক্ষার সংখ্যা বাড়ানো হয়েছে। আক্রান্ত ব্যক্তিকে নিভৃতবাসে রাখার প্রক্রিয়া গুরুত্ব দিয়ে করা হয়েছে। বেশ কিছু রাজ্যে লকডাউন করা হয়েছে। কিন্তু লকডাউন একমাত্র সমাধান নয়। তাই ধীরে ধীরে লকডাউন থেকে বেরিয়ে আসতে হবে আমাদের।’’

এই প্রসঙ্গে নীতি আয়োগের সদস্য ভিকে পল বলেন, ‘‘আমরা কোভিডের দ্বিতীয় ঢেউয়ের শিখর বেশ কিছু দিন আগে পেরিয়ে এসেছি। দেশজুড়ে সংক্রমণ কমছে। কিন্তু এখনই অসতর্ক হলে হবে না। মাস্ক পরা, সামাজিক দূরত্ব বজায় রাখার মতো বিধিনিষেধ মেনে চলতে হবে আমাদের।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

COVID-19 Coronavirus Peak Second Wave
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE