Advertisement
E-Paper

আধাসেনায় ১ লক্ষেরও বেশি পদ খালি পড়ে আছে! সবচেয়ে বেশি সিআরপিএফে, সংসদে তৃণমূলের প্রশ্নে জানাল কেন্দ্র

চলতি বছরের এই লক্ষাধিক শূন্যপদের মধ্যে সবচেয়ে বেশি পদ ফাঁকা রয়েছে সিআরপিএফে। সেখানে ৩৪,৮৬৯টি শূন্যপদ রয়েছে। এর পরেই রয়েছে সিআইএসএফ।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৩ জুলাই ২০২৫ ১৯:৩৭
আধাসেনায় শূন্যপদের তথ্য প্রকাশ করল কেন্দ্র।

আধাসেনায় শূন্যপদের তথ্য প্রকাশ করল কেন্দ্র। —ফাইল চিত্র।

সিআরপিএফ-সহ দেশের ছ’টি আধাসেনা বাহিনীতে এক লক্ষেরও বেশি শূন্যপদ রয়েছে (১ জানুয়ারি পর্যন্ত)। তৃণমূল সাংসদ ডেরেক ও’ব্রায়েনের প্রশ্নে সংসদে এ কথা জানিয়েছে কেন্দ্র। গত পাঁচ বছরে আধাসেনা বাহিনীগুলিতে কত শূন্যপদ ছিল, এখন কত রয়েছে, তা জানতে চান ডেরেক। জবাবে রাজ্যসভায় সেই তথ্য তুলে ধরেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিত্যানন্দ রাই। তাতে দেখা যাচ্ছে, চলতি বছরেই সবচেয়ে বেশি শূন্যপদ রয়েছে।

দেশের আধাসেনা বাহিনীগুলিতে সত্যিই প্রচুর শূন্যপদ রয়ে গিয়েছে কি না, তা নিয়ে রাজ্যসভায় জানতে চেয়েছিলেন ডেরেক। গত পাঁচ বছর ধরে কত সংখ্যক অনুমোদিত পদ রয়েছে, তার মধ্যে কতগুলি পদ ফাঁকা রয়েছে, তার বিস্তারিত তথ্য কেন্দ্রের কাছে জানতে চেয়েছিলেন ডেরেক। কেন এতগুলি শূন্যপদ তৈরি হয়েছে এবং কখন এই শূন্যপদগুলি পূরণ করা হবে, তা-ও জানতে চান তৃণমূল সাংসদ।

ডেরেকের প্রশ্নের লিখিত জবাবে রাই ছ’টি আধাসেনা বাহিনীর তথ্য পৃথক পৃথক ভাবে তুলে ধরেন। এগুলির মধ্যে রয়েছে অসম রাইফেল্‌স (এআর), সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ), সিআরপিএফ, সিআইএসএফ, ইন্দো-তিব্বত সীমান্ত পুলিশ (আইটিবিপি) এবং সশস্ত্র সীমা বল (এসএসবি)। এই ছয় আধাসেনা বাহিনী মিলিয়ে ২০২১ সালে শূন্যপদ ছিল ১,০৯,১৭৪টি। ২০২২ সালে শূন্যপদ ছিল ৬৮,৬৭৪টি। ২০২৩ সালে শূন্যপদ ছিল ৮৪,৩৭৪টি। ২০২৪ সালে শূন্যপদ ছিল ৬৪,৮৯৭টি। এ বছরের ১ জানুয়ারি পর্যন্ত হিসাব অনুযায়ী শূন্যপদ রয়েছে ১,০৯,৮৬৮টি। হিসাব অনুসারে চলতি বছরেই শূন্যপদ সবচেয়ে বেশি।

চলতি বছরের এই লক্ষাধিক শূন্যপদের মধ্যে সবচেয়ে বেশি পদ ফাঁকা রয়েছে সিআরপিএফে। সেখানে রয়েছে ৩৪,৮৬৯টি শূন্যপদ। এর পরেই রয়েছে সিআইএসএফ। সেখানে শূন্যপদ রয়েছে ৩৩,৮৪৭টি। আইটিবিপি-তে ১৫,০৩৫টি পদ ফাঁকা রয়েছে। আধাসেনা বাহিনীগুলির মধ্যে সবচেয়ে বেশি পদ অনুমোদিত রয়েছে সিআরপিএফ-এর জন্যই (৩,৩০,৮৯৩)। বিএসএফের জন্য অনুমোদিত পদ রয়েছে ২,৭২,৪৪৭টি। সিআইএসএফের জন্য অনুমোদিত পদ রয়েছে ১,৯৩,৯৭০টি। এ ছাড়া আইটিবিপিতে ১,০৩,৬২২টি, এসএসবিতে ১,০০,৫৪৮টি এবং অসম রাইফেল্‌সে ৬৫,৫৪০টি অনুমোদিত পদ রয়েছে।

যদিও ডেরেকের প্রশ্নের লিখিত জবাবে প্রচুর পরিমাণে শূন্যপদ পড়ে থাকার কথা অস্বীকার করেছেন রাই। তাঁর বক্তব্য, ইতিমধ্যে ৭২,৬৮৯টি শূন্যপদে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি জারি হয়ে গিয়েছে। সেগুলির নিয়োগপ্রক্রিয়া বর্তমানে চালু রয়েছে। তিনি বলেন, অবসর, পদত্যাগ, পদোন্নতি, মৃত্যু, নতুন ব্যাটালিয়ন এবং নতুন পদ তৈরি-সহ বিভিন্ন কারণে সিএপিএফ এবং অসম রাইফেল্‌সে শূন্যপদ তৈরি হয়। এটি একটি ধারাবাহিক প্রক্রিয়া। ইউপিএসসি, এসএসসি এবং সংশ্লিষ্ট বাহিনীর মাধ্যমে দ্রুত শূন্যপদ পূরণের জন্য পদক্ষেপ করে মন্ত্রক। ভবিষ্যতেও তা-ই করবে। সরকার দ্রুত এই শূন্যপদগুলি পূরণের জন্য পদক্ষেপ করছে বলে জানিয়েছেন তিনি।

parliament Derek O’Brien crpf Paramilitary Forces
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy