রতন টাটার সংস্থার কাছে দেশের সরকারি বিমান পরিবহণ সংস্থা এয়ার ইন্ডিয়ার শেয়ার বিক্রির বিষয়ে এখনও কোনও সিদ্ধান্ত হয়নি। শুক্রবার কেন্দ্রের তরফে এ কথা জানানো হয়েছে। টাটা সন্সের জমা দেওয়া দরপত্রটি সরকারি অনুমোদন পেয়েছে বলে বিভিন্ন সংবাদমাধ্যমে যে খবর প্রচারিত হয়েছে তা খারিজ করেছে কেন্দ্রীয় ‘বিলগ্নিকরণ এবং রাষ্ট্রায়ত্ত সংস্থা নিয়ন্ত্রণ দফতর’।
কেন্দ্রীয় অর্থ মন্ত্রকের অধীনস্থ ‘বিলগ্নিকরণ এবং রাষ্ট্রায়ত্ত সংস্থা নিয়ন্ত্রণ দফতর’ টুইটারে জানিয়েছে, ‘এয়ার ইন্ডিয়ার বিলগ্নিকরণের বিষয়ে দরপত্র সরকার অনুমোদন করেছে বলে সংবাদমাধ্যমে যে খবর প্রচারিত হয়েছে তা ভুল। এ বিষয়ে কোনও সিদ্ধান্ত হলে তা সরকারকে জানানো হবে।’