Advertisement
২৫ এপ্রিল ২০২৪
Chattishgarh

আলাদা জেলার দাবিতে কাটেননি দাড়ি, দাবিপূরণ হওয়ায় ২১ বছর পর দাড়ি কাটলেন ছত্তীসগঢ়ের বৃদ্ধ

রমাশঙ্করের নিজের কথায়, “দীর্ঘ ৪০ বছরের লড়াই অবশেষে সফল হল। যাঁরা আলাদা জেলা গড়ার দাবিতে আন্দোলন শুরু করেছিলেন, তাঁদের অধিকাংশই মারা গিয়েছেন। তাঁদের আত্মা শান্তি পেল।”

২১ বছর পরে দাড়ি কাটলেন রমাশঙ্কর। ভিডিয়ো থেকে প্রাপ্ত ছবি।

২১ বছর পরে দাড়ি কাটলেন রমাশঙ্কর। ভিডিয়ো থেকে প্রাপ্ত ছবি।

নিজস্ব প্রতিবেদন
রায়পুর শেষ আপডেট: ১১ সেপ্টেম্বর ২০২২ ১৮:৪৬
Share: Save:

এ-ও যেন এক ভীষ্মের প্রতি়জ্ঞা। আলাদা জেলার দাবিতে ২১ বছর দাড়ি কাটেননি ছত্তীসগঢ়ের বৃদ্ধ। অবশেষে তাঁর দাবিপূরণ হওয়ায় দাড়ি কাটলেন তিনি। তাঁর দাড়ি কাটার ছবি ইতিমধ্যেই নেটমাধ্যমে ভাইরাল হয়েছে।

বৃদ্ধের নাম রমাশঙ্কর গুপ্ত। তিনি ছত্তীসগঢ়ের মহেন্দ্রগড় অঞ্চলের একজন সমাজকর্মী। রমাশঙ্কর তথ্য জানার অধিকার নিয়ে কাজ করে থাকেন। দীর্ঘ দিন ধরে তিনি রাজ্যের মহেন্দ্রগড়-চিরমিরি-ভরতপুর অঞ্চল নিয়ে আলাদা জেলা গড়ার দাবি জানিয়ে আসছিলেন। ছত্তীসগঢ় সরকার গত বছর অগস্ট মাসে মহেন্দ্রগড়-চিরমিরি-ভরতপুর অঞ্চল নিয়ে আলাদা জেলা গড়ার কথা ঘোষণা করে। গত শুক্রবার মহেন্দ্রগড়-চিরমিরি-ভরতপুরকে ছত্তীসগঢ়ের ৩২তম জেলা হিসাবে আনুষ্ঠানিক স্বীকৃতি দেন সে রাজ্যের মুখ্যমন্ত্রী ভূপেশ বঘেল। তার পরই দাড়ি কাটার সিদ্ধান্ত নেন রমাশঙ্কর।

রমাশঙ্করের নিজের কথায়, “দীর্ঘ ৪০ বছরের লড়াই অবশেষে সফল হল। যাঁরা আলাদা জেলা গড়ার দাবিতে আন্দোলন শুরু করেছিলেন, তাঁদের অধিকাংশই মারা গিয়েছেন। তাঁদের আত্মা শান্তি পেল।” নতুন জেলাকে শুধু ছত্তীসগঢ়ের নয়, সারা দেশের মডেল জেলা হিসাবে গড়ে তোলার জন্য মুখ্যমন্ত্রীকে অনুরোধ জানিয়েছেন তিনি। নতুন জেলার প্রয়োজনীয় পরিকাঠামো গড়ে তোলার জন্য ইতিমধ্যেই ২০০ কোটি টাকা বরাদ্দ করেছে সে রাজ্যের কংগ্রেস সরকার।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Chattishgarh beard
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE